Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রশাসনের অনুরোধেও পরিবার অস্বীকার করায়এগরা হাসপাতালে পড়ে করোনা মৃতদেহ

১৮ঘন্টা অতিক্রম হলেও পরিবার মৃতদেহ নিতে অস্বীকার করায় এগরা সুপার স্পেশাল হাসপাতালে পড়ে রইল করোনায় মৃতের দেহ।   প্রসঙ্গত গতকাল সন্ধ্যায় এগরা-২এর উত্তর ভাড়দা গ্রামের অমিত  জানা (৪২) এর মৃত্ হয় এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে। কয়…

 




১৮ঘন্টা অতিক্রম হলেও পরিবার মৃতদেহ নিতে অস্বীকার করায় এগরা সুপার স্পেশাল হাসপাতালে পড়ে রইল করোনায় মৃতের দেহ।   প্রসঙ্গত গতকাল সন্ধ্যায় এগরা-২এর উত্তর ভাড়দা গ্রামের অমিত  জানা (৪২) এর মৃত্ হয় এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে। কয়েকদিনের জ্বর কাশি নিয়ে অমিত ভর্তি হয় হাসপাতালে। কর্তৃপক্ষের প্রাথমিক টেস্টে রিপোর্টে আসে নেগেটিভ। দুদিন পরে সুস্থ না হওয়ায় আবার দ্বিতীয় পরীক্ষায় বৃহস্পতিবার রিপোর্ট আসে করণা পজিটিভ। প্রশাসনের পক্ষে তাকে হাসপাতাল স্থানান্তরের উদ্যোগ নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়। যেহেতু করোনায় মৃত্যু হয়েছে তাই প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ তার বডি পরিবারকে দিতে চায় নি।পরিবারের অভিযোগ মৃত্যুর পর মৃতের বডি দিতে চাইনি হাসপাতাল কর্তৃপক্ষ। পরে হাসপাতাল কর্তৃপক্ষ যখন বডি দিতে চায় তখন পরিবারকে  পরিবার বডি নিতে অস্বীকার করে। তাদের দাবি যেহেতু করোনা পজেটিভ তাই মৃতের সৎকার করতে হবে প্রশাসনকে। পরে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে মৃতদেহ নেওয়ার অনুরোধ করা হয়, কারণ কোভিড -১৯ এ মৃতের  দাহ করার পরিকাঠামো নেই  মহকুমায়। কিন্তু পরিবার এখনো পর্যন্ত মৃতদেহ গ্রহণ না করায় বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গেছে অমিত কলকাতায় থাকত কয়েক দিনের জন্যসে বাড়িতে আসে।  অসুস্থতা অনুভব করায় হাসপাতালে যায়। সংক্রমণ যে কলকাতা থেকে এ ব্যাপারে নিশ্চিত  পরিবার। তবুও পরিবারের অন্যান্য সদস্যদের সোয়াব টেস্টের উদ্যোগ নিয়েছে প্রশাসন।

No comments