দিনে দুপুরে এক মোটর বাইক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়,ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু'নম্বর ব্লকের প্রতাপ দিঘি এলাকায়, জানা গেছে এলাকার এক স্কুলের সামনে মোটরবাইক রেখে স্কুলের ভিতর জান সুকুমা…
দিনে দুপুরে এক মোটর বাইক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়,ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু'নম্বর ব্লকের প্রতাপ দিঘি এলাকায়, জানা গেছে এলাকার এক স্কুলের সামনে মোটরবাইক রেখে স্কুলের ভিতর জান সুকুমার বেরা নামে এক ব্যক্তি, সেই সময় ফাঁকা থাকার সুযোগ নিয়ে চুরি হয়ে যায় মোটরবাইক,এরপরেই গোটা এলাকায় শোরগোল পড়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে, অবশেষে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই মোটরবাইক চুরি হওয়ার চিত্র, সাথে সাথেই পটাশপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ওই ব্যক্তির তরফ থেকে, ঘটনায় তদন্ত শুরু করেছে পটাশপুর থানার পুলিশ।
No comments