১৫ ই আগস্ট ৭৪ তম স্বাধীনতা দিবস।করোনা আবহের মধ্যেও এবং সকাল থেকে প্রাকৃতিক দূর্যোগ কে উপেক্ষা করেই হলদিয়া সাব ডিভিশনাল আইমা ইউনিট এর উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।করোনা আবহের মধ্যেও প্রায় ৬০ জন রক্তদাতা স্বেচ্ছায় র…
১৫ ই আগস্ট ৭৪ তম স্বাধীনতা দিবস।করোনা আবহের মধ্যেও এবং সকাল থেকে প্রাকৃতিক দূর্যোগ কে উপেক্ষা করেই হলদিয়া সাব ডিভিশনাল আইমা ইউনিট এর উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।করোনা আবহের মধ্যেও প্রায় ৬০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে।ওই সংস্থার পক্ষ থেকে রক্তদাতাদের হাতে মাস্ক ও স্যানিটাইজার প্রদান করা হয়।বর্তমানে জেলা জুড়ে থ্যালাসেমিয়া রোগীদের ও এই লকডাউনে মুমূর্ষু রোগীদের রক্তের জোগান দিতে এই আয়োজন বলে জানায় আইমা ইউনিটের জেলা কমিটির সহ-সম্পাদক সেক আব্দুল সেলিম।
No comments