বাংলার অবিসংবাদি নেতা, কর্মী দরদী,দক্ষ সংগঠক, প্রবাদ পুরুষ, সোনার বাংলার সোনার ছেলে, আমাদের প্রাণের প্রিয় নেতার স্মরণ সভা পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কার্যালয়- প্রাঙ্গণে। অনুষ্ঠানের উদ্যোক্তা তমলুক মহকুমা কংগ্রেস কমিটির সভাপতি-…
বাংলার অবিসংবাদি নেতা, কর্মী দরদী,দক্ষ সংগঠক, প্রবাদ পুরুষ,
সোনার বাংলার সোনার ছেলে, আমাদের প্রাণের প্রিয় নেতার স্মরণ সভা পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কার্যালয়- প্রাঙ্গণে।
অনুষ্ঠানের উদ্যোক্তা তমলুক মহকুমা কংগ্রেস কমিটির
সভাপতি- মাননীয় শ্রী মৃত্যুঞ্জয় ভট্টাচার্য ।
সভায় প্রায় পঞ্চাশ জন কংগ্রেস
কর্মী উপস্থিত হয়েছিলেন ।সভায়
স্মৃতি চারণ করেন মাননীয় শ্রী শিবাজী গাঙ্গুলী, শ্রী মৃনাল কান্তি পাল, শ্রী মদনমোহন জানা, শ্রী বিকাশ কুমার প্রামাণিক, শ্রী তপন কুমার মাইতি, শ্রী শুভদীপ রায়, জনাব সেখ জাফরুল্লা সাহেব, শ্রী অরূপ কুমার ভৌমিক,শ্রী সুকুমার পট্টনায়ক, শ্রী অলোক মিশ্র,
শ্রী জয়ন্ত চৌধুরী, শ্রী লক্ষ্মী কান্ত পণ্ডা ও অন্যান্য জেলা কংগ্রেস,মহকুমা কংগ্রেস ও
ব্লক কংগ্রেসের নেতৃত্ব ।অন্যান্য দের
মধ্যে উপস্থিত ছিলেন মাতঙ্গিনী ব্লকের শ্রী অলোক বসু ,পাঁশকুড়া ব্লকের জনাব ইব্রাহীম আলি সাহেব,
তমলুক টাউন ব্লকের শ্রী জয়ন্ত চৌধুরী, শ্রী স্বপন রায়, শ্রী চিন্ময় মণ্ডল, জনাব সেখ রফিকুল হাসান
সাহেব, হলদিয়া ব্লক কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি শ্রী বারিদ বরন মহান্তি, মহিলা কংগ্রেসের নেতৃত্ব শ্রীমতি
মৌসুমি ত্রিপাঠী ও আরও অনেকে ।সভাপতি নিজেই সভা পরিচালনা করেন ।শেষে বক্তব্য রাখেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটির
পক্ষে সনৎ কুমার বটব্যাল ।অবিসংবাদী নেতা সোমেন মিত্রের শেষ স্বপ্ন পশ্চিমবঙ্গের মাটিতে কংগ্রেস সরকারকে ফিরিয়ে আনতে সংগঠন মজবুত করতে হবে, কর্মী দের সাথে নিবিড় সম্পর্ক গড়তে হবে ।সেই শপথ নিয়ে সভাপতি সভার
কাজ শেষ করেন ।প্রয়াত নেতা
সোমেন মিত্র অমর রহে ।ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ ।বন্দেমাতরম ।জয়হিন্দ ।
No comments