Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ফের রোগী মৃত্যু ঘিরে বিক্ষোভ, চাঞ্চল্য এলাকায়

রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্বাচনী এলাকার কাঁথি মহকুমা হাসপাতালে বিনা চিকিৎসায় মারা গেলেন কাঁথি পৌরসভার ৩ নং ওয়ার্ডের উত্তর দারুয়া মৌজার বৃদ্ধা আলবেদা বিবি(৬৫)।জানা গিয়েছে,বিগত দুবছর ধরে বয়স জনিত কারণ…








রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্বাচনী এলাকার কাঁথি মহকুমা হাসপাতালে বিনা চিকিৎসায় মারা গেলেন কাঁথি পৌরসভার ৩ নং ওয়ার্ডের উত্তর দারুয়া মৌজার বৃদ্ধা আলবেদা বিবি(৬৫)।জানা গিয়েছে,বিগত দুবছর ধরে বয়স জনিত কারণে শ্বাসকষ্টে ভুগছিলেন বিধবা অালবেদা বিবি।এরপর মঙ্গলবার সকালে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।শ্বাসকষ্ট থাকায় বৃদ্ধা কে অাইসোলেশন ওয়ার্ডে রাখা হয়।শ্বাসকষ্ট বাড়তে থাকায় বারে বারে দারুয়া হাসপাতাল থেকে সংশ্লিষ্ট চিকিৎসক কে কলবুক পাঠানো হয়।এরপর বিকাল ৫.২০ মিঃ নাগাদ অালবেদা বেওয়া বিনা চিকিৎসায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।বিনা চিকিৎসায় মৃত্যুর প্রতিবাদে রোগিণী র অাত্মীয় স্বজন হাসপাতাল সুপারের কাজে বিনা চিকিৎসায় মৃত্যুর জন্য দায়ী সংশ্লিষ্ট চিকিৎসকের শাস্তি র দাবী সহ ক্ষতিপূরণের দাবীতে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে অবশ্য কাঁথি থানার অাইসি সহ পুলিশ বাহিনী পরিস্থিতি কে নিয়ন্ত্রনে অানে।মৃতার করোনা টেস্টিং করানো হয়।রিপোর্ট এখনও অধরা।

এনিয়ে কাঁথি সিটিজেন ফোরামের সহঃ সভাপতি তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার অাধিকারিককে ই-মেইল বার্তা পাঠিয়ে অালবেদা বেওয়া র বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটার তদন্ত সহ মৃতার পরিবারকে সরকারীভাবে ক্ষতিপূরণ প্রদানের দাবী জানিয়েছেন। মামুদ হোসেন অভিযোগ করে বলেন খোদ স্বাস্থ্য প্রতিমন্ত্রী র নির্বাচনী এলাকায় স্বাস্থ্য পরিষেবা র যদি এই হাল হয় তাহলে রাজ্য স্বাস্থ্য পরিষেবা র বেহাল অবস্থা সহজেই অনুমেয়।

No comments