Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাঁশের বেড়া দিয়ে রাস্তা সংস্কারের দাবীতে স্থানীয়দের পথ অবরোধ

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পৌরসভার ১৬ নং ওর্য়াডের রুপদয়পুর গ্ৰামে দীর্ঘ কয়েক বছর ধরেই রাস্তার বেহাল অবস্থা,পৌর প্রধান সহ এলাকার সদস‍্যদের বারবার জানিয়েও কোন সুরাহা হয়নি। কিছুদিন আগে এই এলাকায় পানীয় জলের বিষয়ে স্থানীয…





পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পৌরসভার ১৬ নং ওর্য়াডের রুপদয়পুর গ্ৰামে দীর্ঘ কয়েক বছর ধরেই রাস্তার বেহাল অবস্থা,পৌর প্রধান সহ এলাকার সদস‍্যদের বারবার জানিয়েও কোন সুরাহা হয়নি। কিছুদিন আগে এই এলাকায় পানীয় জলের বিষয়ে স্থানীয় বাসিন্দা কল্যান বাবু ব্যাক্তিগত উদ্যোগ নিয়ে পৌরসভার বাস্তুকার কে ফোন করে সুরাহা করেন। তখন রাস্তার বিষয়ে উনি বাস্তুকার দের ফোন ও করেছিলেন।কিন্তু আজ পর্যন্ত কোন সুরাহা না হওয়ার জন্য এলাকার মানুষজন রাস্তা ঘেরাও করে প্রতিবাদ শুরু করেন।রাস্তার এই বেহাল দশার ফলে বহুবার দূর্ঘটনা ঘটেছে অনেক পথ যাত্রীদের।স্থানীয় বাসিন্দাদের দাবী -"করোনা থেকে শুরু করে আমফান রূপদয়পুর গ্রামে বহু সংখ‍্যালঘু মানুষের বাস।আমফান ঝড়ের টাকা ও ত্রিপল কোনকিছুরই সুবিধা পাননি তারা।আবার দীর্ঘ কয়েকবছর ধরেই রাস্তা নিয়ে ভূগছি আমরা রাস্তার মেরামত  ও ঢালাই দুটোর একটিও হয়নি।বেশ কয়েকদিন ধরে দূর্ঘটনা ঘটছে।স্থানীয় নেতৃত্ব ও পৌরপ্রধানের তবুও টনক নড়েনি।বাধ‍্য হয়ে আমরা গ্রামের মানুষেরা এই করোনা আবহে রাস্তার যাতায়াত কে স্থগিত রাখলাম ও প্রতিবাদ করছি।যতক্ষন না পর্যন্ত রাস্তা নিয়ে পৌরপ্রধান তাদের সঙ্গে কথা না বলেন ততক্ষন পর্যন্ত  এই প্রতিবাদ চলবে।"এদিকে কংগ্রেস নেতা কল্যাণ রায়-" বলেন রুপদয়পুর গ্রামের মানুষেরা প্রতিনিয়ত এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। কিন্তু পৌরসভার পৌর প্রধানের সহ স্থানীয় নেতৃত্বের কোনরূপ ভ্রুক্ষেপ নেই।আজকের নতুন কোন ঘটনা নয়।আমপান ক্ষতিগ্রস্ত মানুষের সমস্ত দিক থেকেই ক্ষতিগ্রস্ত হয়েও কোনো সুযোগ-সুবিধা মিলেনি।পানীয় জল থেকে শুরু করে রাস্তা সব কাজেই প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মিলেনি।তাই বাধ্য হয়ে আজ তারা এই কঠিন বিক্ষোভের সম্মুখীন হয়েছেন।"

No comments