বুধবার রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন ঘোষনা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। সেই মত পূর্ব মেদিনীপুরে লকডাউন পালিত হয়। এদিন মহিষাদল মন্ডল কার্যালয়ে রাম পুজোর আয়োজন করা হয়। সেই পুজোকে কেন্দ্র করে নেতৃত্বরা পার্টি অফিসে জোড় হয়ে পুজোর আয়োজ…
Add caption |
বুধবার রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন ঘোষনা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। সেই মত পূর্ব মেদিনীপুরে লকডাউন পালিত হয়। এদিন মহিষাদল মন্ডল কার্যালয়ে রাম পুজোর আয়োজন করা হয়। সেই পুজোকে কেন্দ্র করে নেতৃত্বরা পার্টি অফিসে জোড় হয়ে পুজোর আয়োজন করে। টহল রত মহিষাদল থানার পুলিশ এক সাথে অনেককে দেখতে পেয়ে পার্টি অফিসে গিয়ে পুজো বন্ধ করে দেওতার পাশাপাশি পার্টি অফিস থেকে ১০ জনের বেশি মানুষকে বের করে দেয়। যদিও বিজেপি নেতৃত্বরা জানান,,আমরা নিয়ম মেনেই পুজোর আয়োজন করি। পুলিশ,আমাদের পুজো বন্ধ করে দেওয়ার পাশাপাশি পুরোহিতকে তাড়িয়ে দেওয়া হয়। পার্টি অফিস চত্তর পুলিশ পাহারায় রাখা হয়েছে। যাতে কোন রকমের অশান্তি সৃষ্টি না হয়।পুরোহিত মশাই কে পুজো বন্ধ করার নির্দেশ দিয়েছেন মহিষাদল থানার পুলিশ জানালেন পুরোহিত মশাই।
No comments