Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ানের পক্ষ থেকে প্রয়াত প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়ের স্মরনসভা

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়ের জীবনাবসান ঘটলো।বেশ কিছুদিন শারিরীক অসুস্থতানিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।তাঁর মৃত্যুরখবর ছড়িয়ে পড়তেই সারাভারতবর্ষনজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।সোমবার রাতেই পূর্ব মেদিনীপুরের মেছেদায় …

 





ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়ের জীবনাবসান ঘটলো।বেশ কিছুদিন শারিরীক অসুস্থতানিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।তাঁর মৃত্যুরখবর ছড়িয়ে পড়তেই সারাভারতবর্ষনজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।সোমবার রাতেই পূর্ব মেদিনীপুরের মেছেদায় ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ানের পক্ষ থেকে প্রয়াত প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়ের স্মরনসভা করা হল।এদিন তমলুক সাংগঠনিক জেলার BJMTU, বা ভারতীয় জনতা মজদূর ট্রেডইউনিয়ানের জেলা নেতা কাজল আলির উদ্যোগে এই স্মরনসভা করা হয় মেছেদার দলীয় পার্টি অফিসে।এদিন প্রনব বাবুর প্রতিকৃতিতে মাল্যদান সহ মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধার্ঘ্রজ্ঞাপন করা হয় ট্রেডইউনিয়ানের কর্মীদের পক্ষ থেকে।করা হয় নিরবতা পালন। ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/4g05R0DP7io


No comments