Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১৬ টি বামপন্থী ও সহযোগী দল সমূহের পক্ষ থেকে গণআন্দোলনের শহীদ দিবস পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে পালিত হচ্ছে

৩১ শে আগস্ট সোমবার ১৬ টি বামপন্থী ও সহযোগী দল সমূহের পক্ষ থেকে গণআন্দোলনের শহীদ দিবস পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে পালিত হচ্ছে।  ১৯৫৯ সালের ৩১ আগস্ট খাদ্যের দাবিতে কলকাতার রাস্তায়  ভূখা মানুষের মিছিলে পুলিশি আক্রমণে ৮০জনের প্রাণহা…

 





 ৩১ শে আগস্ট সোমবার ১৬ টি বামপন্থী ও সহযোগী দল সমূহের পক্ষ থেকে গণআন্দোলনের শহীদ দিবস পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে পালিত হচ্ছে।  ১৯৫৯ সালের ৩১ আগস্ট খাদ্যের দাবিতে কলকাতার রাস্তায়  ভূখা মানুষের মিছিলে পুলিশি আক্রমণে ৮০জনের প্রাণহানি ঘটেছিল । তারপরের দিন ১ লা সেপ্টেম্বর এই বর্বর হত্যার ঘটনার প্রতিবাদে বামপন্থী ছাত্র ,যুবরা মিছিল করলে, সেই মিছিলে পুলিশের আক্রমনে ৩ জনের প্রাণহানি ঘটে। পরবর্তীকালে ৩১ শে আগস্ট খাদ্য আন্দোলন এর ঘটনা দিনটিকে বামপন্থীরা গণ আন্দোলনের শহীদ দিবস হিসাবে পালন করে আসছে । বর্তমানে মহামারী ও লকডাউনে মানুষের উপরে যে বিপর্যয় নেমে এসেছে বিশেষ করে রোজগার হীন মানুষের খাদ্যাভাব দেখা দিয়েছে এবং মানুষের প্রতিবাদী কন্ঠ কে দমন করতে কেন্দ্র ও রাজ্যের শাসকরা যে ভাবে আক্রমণ নামিয়ে এনেছে তাতে ৬১৭বছর আগের গণসংগ্রামের ইতিহাস আমাদের সামনে প্রাসঙ্গিক হয়ে উঠেছে । এই অবস্থায় বামপন্থী ও সহযোগী দল গুলি মিলিত ভাবে সিদ্ধান্ত নিয়ে আজকের লকডাউনে ও আমাদের এই কর্মসূচি পালন করা হচ্ছে। গ্রামের বুথে বুথে,  শহীদ বেদী করে মাল্যদানের মধ্যদিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে।সি,পি,আই,(এম) পূর্ব মেদিনীপুর জেলা কেন্দ্রে  অনুরূপভাবে আজকের দিনটি পালিত হল। ঐ সঙ্গে২০২০ র ৪ ঠা জুলাই শহীদ দেব কুমার ভূঁইয়া কে নিয়ে এ পর্যন্ত জেলার ৬০ জন শহীদের প্রতি ও শ্রদ্ধার জ্ঞাপন করেন  গণ আন্দোলনের নেতৃত্ব হিমাংশু দাস, নির্মল জানা, রীতা দত্ত, ভরত মাইতি ,যাদবেন্দ্র সাহু, মানস ভুঁইয়া, রাম শংকর চক্রবর্তী, রনজিত দাস সহ অন্যান্য নেতৃত্ব গন।

No comments