পূর্বমেদিনীপুর জেলার পটাসপুর থানা এলাকায় বাজ পড়ে মৃত্যু একজনের। জানা গেছে , সকাল ১০টা নাগাদ পটাসপুর দুই ব্লকের কানপুর এলাকার মাঠে এক কৃষক কাজ করছিল বৃষ্টি উপেক্ষা করে। হঠাৎ ই বিকট শব্দ হয় পরে জানা যায় কানপুর গ্রামে বাজ পড়েছে মাঠ…
পূর্বমেদিনীপুর জেলার পটাসপুর থানা এলাকায় বাজ পড়ে মৃত্যু একজনের। জানা গেছে , সকাল ১০টা নাগাদ পটাসপুর দুই ব্লকের কানপুর এলাকার মাঠে এক কৃষক কাজ করছিল বৃষ্টি উপেক্ষা করে। হঠাৎ ই বিকট শব্দ হয় পরে জানা যায় কানপুর গ্রামে বাজ পড়েছে মাঠে। ওই বাজের শব্দ শুনে রামকৃষ্ণ পাইখাড়া বয়স (৩৫) মাঠ থেকে বাড়ির উদ্দেশে যাবার সময় ওপরে বাজ পড়ে বলে জানা গেছে এবং ঘটনা স্থলেই মৃত্যু হয় ওনার। পরে ঘটনা জানা জানি হতে খবর দেওয়া হয় পটাসপুর থানায় , পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে গেছে। পটাসপুরের কানপুর গ্রামে রামকৃষ্ণের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
No comments