Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

করোনা ভাইরাস! আতঙ্কের মধ্যে ও হলদিয়ায় রাখি বন্ধন উৎসবে মাতল

লর্ড কার্জনের বঙ্গ ভঙ্গের সিদ্ধান্তের পর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনের মাধ্যমে সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিয়েছিলেন। রচনা করেছিলেন 'বাংলার মাটি, বাংলার জল' পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়াদপ্তের উদ্যোগে রাখ…







 লর্ড কার্জনের বঙ্গ ভঙ্গের সিদ্ধান্তের পর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনের মাধ্যমে সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিয়েছিলেন। রচনা করেছিলেন 'বাংলার মাটি, বাংলার জল'
পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়াদপ্তের উদ্যোগে রাখি বন্ধন উৎসব-২০ উপলক্ষে।
  দেশ জুড়ে কোভিড - ১৯ এর করোনার মহামারীর মহা প্রকোপ স্বত্বেও  সামাজিক দুরত্ব বজায় রেখে হৃদয়ের বন্ধন গড়ে তুলতে এই আবহে মাননীয়া মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভাতৃত্বের এই দিনে মাস্ক বিতরণের মাধ্যমে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা হলো। 
পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীঢ়া দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলবৃন্দ সেক আজিজুল রহমান,জয়ন্তী রায় দন্ড পাঠ,সেক আজগর আলি (পল্টু) ও হলদিয়া পৌরসভার ভারপ্রাপ্ত আধিকারিক রবিন্দ্র নাথ জানা,হলদিয়া পৌরসভার ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলার শ্রাবন্তি শাসমল,পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রীর প্রতিনিধী অর্নব দেবনাথ, হলদিয়া পৌরসভার যুব আধিকারিক সিদ্ধার্থ সুকুল এছাড়াও অনান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

No comments