Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

করোনা কে জয় করার লক্ষ্যে হলদিয়া পঞ্চায়েত সমিতি উদ্যোগে রাখি বন্ধনে মাস্ক বন্ধন উৎসব

লর্ড কার্জনের বঙ্গ ভঙ্গের সিদ্ধান্তের পর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনের মাধ্যমে সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিয়েছিলেন। রচনা করেছিলেন 'বাংলার মাটি, বাংলার জল'   দেশ জুড়ে কোভিড - ১৯ এর করোনার মহামারীর মহা প্রকোপ স্বত…






লর্ড কার্জনের বঙ্গ ভঙ্গের সিদ্ধান্তের পর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনের মাধ্যমে সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিয়েছিলেন। রচনা করেছিলেন 'বাংলার মাটি, বাংলার জল'
  দেশ জুড়ে কোভিড - ১৯ এর করোনার মহামারীর মহা প্রকোপ স্বত্বেও  সামাজিক দুরত্ব বজায় রেখে হৃদয়ের বন্ধন গড়ে তুলতে এই আবহে মাননীয়া মুখ্যমন্ত্রীর মমতা
বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভাতৃত্বের এই দিনে মাস্ক বিতরণের মাধ্যমে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা হলো। 
 হলদিয়া উন্নয়ন ব্লক ও হলদিয়া পঞ্চায়েত সমিতি যৌথ উদ্যোগে।

করোনা ভাইরাসের আতঙ্ককে দূরে সরিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে, মাস্ক,হেন্ড সেনেটাইজার করে আজ জাতীয় সড়ক, ব্রজলাল চক গান্ধীমূর্তির পাদদেশে হলদিয়া ব্লক ও হলদিয়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে  রাখিবন্ধন উৎসব পালিত হয়। সহযোগিতা করেন ভবানীপুর থানা।
Add caption
উপস্থিত ছিলেন হলদিয়া ব্লকের সমষ্টি আধিকারিক  তুলিকা দত্ত ব্যানার্জি, স্থানীয় ভবানীপুর থানার ওসি রাজা মন্ডল,হলদিয়া পঞ্চায়েত সমিতি সভাপতি সুব্রত কুমার হাজরা,সহ সভাপতি সাইফুল ইসলাম সাহেব, ব্রজলালচক মহাত্মা গান্ধী স্মারক কমিটির সম্পাদক ও হলদিয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধক্ষ্য আলোক রঞ্জন দাস, পূর্ব মেদিনীপুর জেলাপরিষদ সদস্য  সোমনাথ ভূঞ্যা,ও সদস্যা সাকিনা বিবি,ব্লক কর্মাদক্ষ্য সাহেবগন।

No comments