Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রূপনারায়ণের নদীর জলে প্লাবিত এলাকা পরিদর্শনে বিজেপি নেতৃত্ব

গত তিন দিনের বৃষ্টিপাতে ও রূপনারায়ন নদীর জোয়ারের ফলে জলমগ্ন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের স্বামী বিবেকানন্দ পল্লী সহ একাধিক এলাকায়, ইতিমধ্যেই ব্লক প্রশাসনের তরফ থেকে নেয়া হয়েছে নানা ন উদ্যোগ, রাতেই শুরু হয়েছে জল সড়া…

 




গত তিন দিনের বৃষ্টিপাতে ও রূপনারায়ন নদীর জোয়ারের ফলে জলমগ্ন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের স্বামী বিবেকানন্দ পল্লী সহ একাধিক এলাকায়, ইতিমধ্যেই ব্লক প্রশাসনের তরফ থেকে নেয়া হয়েছে নানা ন উদ্যোগ, রাতেই শুরু হয়েছে জল সড়ানোর জন্য নানান প্রক্রিয়া, ঠিক সূর্য উদয় হওয়ার পরেই শুক্রবার সকাল নাগাদ এলাকা পরিদর্শনে আসেন বিজেপি নেতৃত্ব, বিজেপি জেলা সভাপতি নবারুন নায়েক সহ রাজ্য নেতৃত্ব সহ একাধিক বিজেপির নেতৃত্ব এলাকা পরিদর্শনে যান, ঘুরে দেখেন গোটা এলাকা, কার্যত বিজেপি নেতৃত্বের অভিযোগ সারা বছরই বর্ষার সময় আসে বন্যার সমস্যা সেই দিকটা উপেক্ষা করে বর্তমান সরকার কেন আগে থেকে পদক্ষেপ নেয়া হয়নি গোটা এলাকায়, এলাকার মেয়েরাও কার্যত তোপ দাগেন বর্তমান রাজ্য সরকারের উপর, অপর দিকে এলাকা বাসীদের অভিযোগ প্রত্যেক বছর বর্ষা আসার সময় দেখা যায় এলাকার নেতৃত্তের, কিন্তু জল নিকাশি নালার সহ একাধিক জলাশয় করা হয়নি পরিষ্কার যার জন্যই এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গোটা এলাকা বাসিকে। যদিও প্রশাসনের তরফ থেকেই নেয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/GWlc9JENStU

No comments