তমলুক এ রূপনারায়ন নদীতে বাড়ছে জলস্তর। সকাল এর জোয়ার এর পর থেকেই বাড়ছে জল। নদীর তীরবর্তী এলাকায় বারগুলিতে জল ঢোকার আশঙ্কা। প্রশাসনের তরফ থেকে চালানো হচ্ছে নজরদারি। পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভার ১৪ ,১৮,১৯ নম্বর ওয়ার্ড এ …
তমলুক এ রূপনারায়ন নদীতে বাড়ছে জলস্তর। সকাল এর জোয়ার এর পর থেকেই বাড়ছে জল। নদীর তীরবর্তী এলাকায় বারগুলিতে জল ঢোকার আশঙ্কা। প্রশাসনের তরফ থেকে চালানো হচ্ছে নজরদারি।
পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভার ১৪ ,১৮,১৯ নম্বর ওয়ার্ড এ রূপনারায়ন নদীর জল ঢুকে ক্ষতিগ্রস্ত মানুষজন দের তাম্রলিপ্ত পৌরসভার তরফ থেকে চলছে খাদ্যবিলি। লকডাউন এর মধ্যেই সেই খাদ্য সামগ্রী বিলি করছেন প্রশাসক রবীন্দ্রনাথ সেন,১৮ নম্বর ওয়ার্ড এর এক্স কাউন্সিলর স্নিগ্ধ মিস্র। কিন্তু সেখানে কোনো সামাজিক দূরত্ব রাখার বলাই। যারা খাদ্য বিলি করছে তারা থেকে শুরু করে খাওয়ার নিতে আসা অধিকাংশ মানুষজন দের মুখে নেই মাস্ক। আর এই নিয়ে কোনো মাথাব্যথা নেই প্রশাসক এর। তিনি দিব্বি খাওয়ার বিলি করছেন। ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/9-Bhs2Evd6M
No comments