পূর্ব মেদিনীপুরের পটাশপুর ২ ব্লকে দিনের বৃষ্টির ফলে পটাশপুর এলাকার বারচৌকায় বন্যার দেখা দিয়েছে । পরিহারপুর, বাগমারী,সাউন্ডখণ্ড, শ্রীরামপুর, বাল্যগোবিন্দ পুর, চন্দন খালি, মথুরা সহ ১১নং,১২নং,১৩নং,১৪নং,এই অঞ্চল গুলি জলমগ্ন হয়ে পড়…
পূর্ব মেদিনীপুরের পটাশপুর ২ ব্লকে দিনের বৃষ্টির ফলে পটাশপুর এলাকার বারচৌকায় বন্যার দেখা দিয়েছে । পরিহারপুর, বাগমারী,সাউন্ডখণ্ড, শ্রীরামপুর, বাল্যগোবিন্দ পুর, চন্দন খালি, মথুরা সহ ১১নং,১২নং,১৩নং,১৪নং,এই অঞ্চল গুলি জলমগ্ন হয়ে পড়েছে।এলাকা বাসিরা জানান অতি বৃষ্টির ফলে ধান ও নানান ফসল নষ্ট হয়েছে। যার ফলে উদ্বিগ্ন সৃষ্টি
চাষিদের মধ্যে । জলনিকাশি ব্যবস্থা থাকলেও প্রতিবছর এমন সমস্যার সম্মুখীন হতে হয় চাষিদের। চাষিদের কথায় বছরে একবারই ধান চাষ হয়, তাও বিশবাঁও জলে। তিনদিনের প্রবল বর্ষনের ফলে মাথায় হাত চাষিদের। চাষিদের অভিযোগ জল বের করার সারদাবাড়ে ক্যানেলের গেট বন্ধ, খোলার নামগন্ধ নেই, যার ফলে জোয়ার ও বৃষ্টির জলের তলায় বছরের চাষ। পটাশপুরের বারোচৌকায় প্রতিবছর এমন পরিস্থিতি দেখা দেয়। তবু জলনিকাশি ক্যানেল থাকা সত্ত্বেও কোনো প্রকার গেট তেমন খোলা হয় না, আন্দোলন করলে তবেই এক সাইট খোলা হয়, এমনই অভিযোগ শোনা গেল এক চাষির কন্ঠে।ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/qysFZ6e3LMc
No comments