Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সিপিঅাইএম, কাঁথি এরিয়া কমিটি ও কৃষক সভার উদ্যোগে ১৬ দফা দাবীসমূহের ভিত্তিতে বিক্ষোভ

সিপিঅাইএম, কাঁথি এরিয়া কমিটি সহ কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন, সিঅাইটিইউ, মহিলা সমিতি, প্রভৃতি গণসংগঠন সমূহের সম্মিলিত অাহ্বানে অাজ কাঁথি শহরে জনস্বার্থ সংশ্লিষ্ট ১৬ দফা দাবীসমূহের ভিত্তিতে  বিক্ষোভ কর্মসূচী রূপায়ণ  সহ কাঁথি -১ বিডি…

 





সিপিঅাইএম, কাঁথি এরিয়া কমিটি সহ কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন, সিঅাইটিইউ, মহিলা সমিতি, প্রভৃতি গণসংগঠন সমূহের সম্মিলিত অাহ্বানে অাজ কাঁথি শহরে জনস্বার্থ সংশ্লিষ্ট ১৬ দফা দাবীসমূহের ভিত্তিতে  বিক্ষোভ কর্মসূচী রূপায়ণ  সহ কাঁথি -১ বিডিও লিপন তালুকদার কে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়। গুরুত্বপূর্ণ দাবীগুলো হল কৃষি পণ্য অাইনের সংশোধনী বাতিল, কৃষি ঋণ মকুব, অালু - শাকসবজী, পেট্রোল ও ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্য রোধ,কর্মহীন  শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি সুনিশ্চিত করন, প্রতিটি পরিবার কে মাসে মাসে ৭৫০০ টাকা করে অার্থিক অনুদান প্রদান ও পরিবারের জনপিছু ১০ কেজি করে খাদ্য সামগ্রী প্রদান, কেন্দ্রীয় সরকারের বেসরকারী করনের  নীতি বাতিল সহ রাজ্যসরকারের সীমাহীন দুর্নীতি ও অপশাসন থেকে জনসাধারণের মুক্তি ইত্যাদি।কর্মসূচী তে নেতৃত্ব দেন সিপিঅাইএম এরিয়া কমিটির সম্পাদক হরপ্রসাদ ত্রিপাঠী, মামুদ হোসেন, কানাই মুখার্জি, ভবানী বেরা, নন্দন রাউত, তাপস অধিকারী, প্রনব করন, বাসুদেব রাউল, অাবদুল রহিম বেগ, বিদ্যুৎ দে,বিদ্যুৎ পাত্র,জগদীশ মাইতি,অনন্ত দাস, সুকুমার রাউল,সেক সাত্তার প্রমুখ নেতৃবৃন্দ। সিঅাইটিইউ নেতা মামুদ হোসেন বলেন দেশ অার রাজ্য গভীর সঙ্কটের মুখোমুখি। কেন্দ্রীয় সরকার জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অাম্বানী-অাদানি দের স্বার্থ দেখতে তৎপর। সরকারি রেল পরিষেবা, বিমান পরিষেবা,বীমা ও ব্যাঙ্ক ক্ষেত্র সহ সরকারি সম্পদ বিক্রি করে অর্থনীতি কে দেউলিয়া করে ছাড়ছে।জনগণের অর্থনৈতিক সঙ্কট থেকে দৃষ্টি ফেরাতে মেরুকরণের রাজনীতির অাশ্রয় নিয়েছে কেন্দ্রীয় সরকার তথা বিজেপি। রাজ্যে চিকিৎসা পরিষেবা ভেঙে পড়েছে।করোনা অাক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতালে হাসপাতালে ঘুরে বেড়াতে হচ্ছে। চিকিৎসার অভাবে মৃত্যু বরন করতে হচ্ছে। সাধারণ রোগী দের চিকিৎসার সুযোগ সঙ্কুচিত।অামফান অনুদানের নামে দলবাজি, স্বজনপোষণ ও দুর্নীতি লাগামছাড়া। করোনা চিকিৎসা সরঞ্জাম কেনা নিয়ে ও অবাধে দুর্নীতি চলছে। রাজ্যের দেনার পরিমান ৪ লক্ষ ৬২ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। বেকারদের কর্মসংস্থান দূরস্থ। নারেগা সহ সব ক্ষেত্রে কেলেংকারী সীমাহীন। কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও অান্দোলন কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানান সিপিঅাইএম নেতা হরপ্রসাদ ত্রিপাঠী।

No comments