Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাখী বন্ধন উৎসবে পাঁউশী অন্ত‍্যোদয় অনাথ আশ্রমে আবাসিক ও বিশিষ্ট জনের

আজ ঐতিহাসিক রাখি বন্ধন উৎসব পালিত হয় ভগবানপুর-২ এর  পাঁউশী অন্ত‍্যোদয় অনাথ আশ্রমে। স্বাস্থ্যবিধি মেনে রাখি ও মাক্স গ্রামের প্রায় ৫০০ জন জনকে  প্রদান হয় ।
এই উপলক্ষ্যে এস ডি পি ও অভিষেক চক্রবর্তী, ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ স…








 আজ ঐতিহাসিক রাখি বন্ধন উৎসব পালিত হয় ভগবানপুর-২ এর  পাঁউশী অন্ত‍্যোদয় অনাথ আশ্রমে। স্বাস্থ্যবিধি মেনে রাখি ও মাক্স গ্রামের প্রায় ৫০০ জন জনকে  প্রদান হয় ।

এই উপলক্ষ্যে এস ডি পি ও অভিষেক চক্রবর্তী, ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য মানব পড়ুয়া, বি ডি ও ভগবানপুর- ২ জয়দেব মণ্ডল,  কাঁথি মহিলা থানার ওসি, বরোজ পঞ্চায়েত প্রধান শুকদেব বেরা, উপপ্রধান মিহির কুমার ভৌমিক ভগবানপুর ২  পঞ্চায়েত সমিতির নারী-শিশু কর্মাধ‍্যক্ষ রাধারাণী খাটুয়া প্রমুখ বিশিষ্ট জন উপস্থিত ছিলেন ।

 উপস্থিত জেলা পরিষদ সদস্য শ্রী পড়ুয়া পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের  উদ্যোগে রাজ্যব্যাপী সংস্কৃতি দিবসে আশ্রম আবাসিকদের খেলার সামগ্রী, স্যানিটাইজ ট্যানেল মেশিন ও দুপুরে আহারের ব্যবস্থা করেন।তিনি আশ্রমের সঙ্গে আজীবন যুক্ত থাকার অঙ্গীকারও  করেন।আজকের অনুষ্ঠানে আশ্রমের  প্রতিষ্ঠাতা ও কর্ণধার  বলরাম করন  মহাশয় বলেন -- বিপদ সংকুল সময়ে মানুষের সাহায্য সহযোগিতা ও পাশে থাকায় আমরা উজ্জীবিত, এতে আমরা এগিয়ে যাওয়ার আশা পাই ।

No comments