১৩ জুলাই অর্থাৎ সোমবার থেকে পটনার AIIMS-এ শুরু হচ্ছে করোনা ভাইরাসের প্রতিষেধক COVAXIN-এর হিউম্যান ট্রায়াল। প্রথম পর্যায়ে ৩৭৫ জন স্বেচ্ছাসেবকের উপর এই Covaxin প্রয়োগ করা হবে।
প্রথম পর্যায়, সোমবার পটনার AIIMS-এ হাসপাতাল কর্তৃপক্ষে…
১৩ জুলাই অর্থাৎ সোমবার থেকে পটনার AIIMS-এ শুরু হচ্ছে করোনা ভাইরাসের প্রতিষেধক COVAXIN-এর হিউম্যান ট্রায়াল। প্রথম পর্যায়ে ৩৭৫ জন স্বেচ্ছাসেবকের উপর এই Covaxin প্রয়োগ করা হবে।
প্রথম পর্যায়, সোমবার পটনার AIIMS-এ হাসপাতাল কর্তৃপক্ষের নির্বাচিত মোট ১৮ জন স্বেচ্ছাসেবকদের উপর Covaxin প্রয়োগ করা হবে। এবং জানা গেছে এই স্বেচ্ছাসেবকদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে। প্রথম ডোজ দেওয়ার পর স্বেচ্ছাসেবকদের ২-৩ ঘণ্টা পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা। তার পর তাঁদের ছেড়ে দেওয়া হবে। এই পর্যায়ে শারীরীক ভাবে সম্পূর্ণ সুস্থ ব্যক্তিদের উপরেই এই প্রতিষেধক প্রয়োগ করা হবে। জানা গিয়েছে, স্বেচ্ছাসেবকদের Covaxin-এর মোট তিনটি ডোজ দেওয়া হবে। দু’টি পর্যায়ে মোট ১,১০০ জন স্বেচ্ছাসেবকের উপর Covaxin পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হবে।
এই ট্রায়ালের জন্য পটনার AIIMS-সহ মোট ১২টি প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ’ (ICMR)
হায়দরাবাদের ফার্মাসিউটিক্যাল সংস্থা ভারত বায়োটেকের তৈরি এই COVAXIN ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার (DCGI) থেকে অনুমতি পাওয়ার পর প্রথম ভারতীয় করোনা প্রতিষেধক হিসাবে হিউম্যান ট্রায়াল শুরু করলো।
ICMR এবং ন্যাশনাল ভায়রোলজি ইনস্টিটিউট (NIV)-এর গবেষকরা যৌথ ভাবে তৈরি করেছেন ভারতের প্রথম করোনা টিকা।
No comments