Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুরে বাড়লো কনটেইনমেন্ট জোনের সংখ্যা, বড়মাতে করা হল স্যানিটাইজেশান

মঙ্গলবার (১৪ই জুলাই , ২০২০) থেকে ৭ দিন ,
নতুন কন্টেনমেন্ট এর তালিকা ।




পূর্ব মেদিনীপুরে আরো বাড়লো কনটেইনমেন্ট জোনের সংখ্যা। পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দ্বারা আগের বিজ্ঞপ্তিতে ছিল বারোটি কনটেইনমেন্ট জোন এখন সেটা বের হয়েছে আঠারোট…




মঙ্গলবার (১৪ই জুলাই , ২০২০) থেকে ৭ দিন ,
নতুন কন্টেনমেন্ট এর তালিকা ।




পূর্ব মেদিনীপুরে আরো বাড়লো কনটেইনমেন্ট জোনের সংখ্যা। পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দ্বারা আগের বিজ্ঞপ্তিতে ছিল বারোটি কনটেইনমেন্ট জোন এখন সেটা বের হয়েছে আঠারোটি  কনটেইনমেন্ট জোন।


 নতুন করে যুক্ত হয়েছে খেজুরি ১ ও ২ ব্লকের কিছু এলাকা,  নন্দকুমার ব্লকের কিছু এলাকা, এগরা পৌরসভার,  পটাশ পুর দু' নম্বর ব্লকের কিছু অংশ ও পাঁশকুড়া ব্লকের কিছু অংশ। মূলত কয়েকটি পাড়া বা গ্রাম যুক্ত হয়েছে।  আবার যে বারোটি এলাকা আগে থেকেই কনটেইনমেন্ট ঘোষিত ছিল সেখানেও কিছু এলাকা যুক্ত হয়েছে।

No comments