রাস্তার পাশে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা মোটরবাইক'কে ধাক্কা মারল মারুতি।সোমবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের গয়াগিরি এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কাঁথি থেকে ফিরে বাজকুল…
রাস্তার পাশে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা মোটরবাইক'কে ধাক্কা মারল মারুতি।সোমবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের গয়াগিরি এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কাঁথি থেকে ফিরে বাজকুল যাওয়ার পথে গয়াগিরি বাসস্ট্যান্ডের কাছে একটি মারুতির চালক নিয়ন্ত্রণে হারিয়ে রাস্তার পাশে থাকা একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা একটি মোটর বাইককে আচমকাই এসে সজোরে ধাক্কা মারে।এই ঘটনার পর আহত হন ওই মারুতি চালক।পাশাপাশি ওই দোকানের সামনে থাকা চেয়ার টেবিল ও মোটর বাইকটি দুমড়ে মুচড়ে ভেঙ্গে যায়।এই ঘটনার খবর জানাজানি হতেই তৎক্ষণাৎ মারিশদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক মারুতি সহ চালককে আটক করে থানায় নিয়ে যায়।তবে পুলিশ মোটর বাইক চালক ও ওই চায়ের দোকানের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে।
No comments