পাঁশকুড়া পুরসভা এলাকায় নতুন করে করোনা আক্রান্ত হল পাঁচজন, এরমধ্যে ছয় নম্বর ওয়ার্ডে তিনজন। কয়েকদিন আগেই ওই ওয়ার্ডের এক ব্যক্তি করোনা পজিটিভ হয়েছিলেন তাঁর স্ত্রী ও ছেলে দুজনেই করোনা আক্রান্ত হয়েছেন যাদের বয়স যথাক্রমে ৪০ ও …
পাঁশকুড়া পুরসভা এলাকায় নতুন করে করোনা আক্রান্ত হল পাঁচজন, এরমধ্যে ছয় নম্বর ওয়ার্ডে তিনজন। কয়েকদিন আগেই ওই ওয়ার্ডের এক ব্যক্তি করোনা পজিটিভ হয়েছিলেন তাঁর স্ত্রী ও ছেলে দুজনেই করোনা আক্রান্ত হয়েছেন যাদের বয়স যথাক্রমে ৪০ ও ১৩। এছাড়া অপর এক ব্যক্তি আক্রান্ত হয়েছেন যিনি ওই ব্যক্তির রক্ত পরীক্ষা করার জন্য তাঁর প্রত্যক্ষ সংস্পর্শে এসেছিলেন তাঁর বাড়িও ঐ ওয়ার্ডে, তার বয়স ৪৪। এছাড়া, এক নম্বর ওয়ার্ডে এক মহিলা করোনা আক্রান্ত হয়েছেন তার বয়স ৫০। অপরদিকে ষোলো নম্বর ওয়ার্ডে রুপদয়পুরে এক বৃদ্ধ আক্রান্ত হয়েছেন তার বয়স ৭০, তিনি অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক ম্যানেজার ছিলেন ৷ গতকাল তাঁদের রিপোর্ট প্রস্তুত হয়। আরজিকর হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে তাঁদের রিপোর্ট তৈরি হয়। পাঁশকুড়া পুর এলাকায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা তেইশ ৷
কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার প্রশাসনিক কাজে ও করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে পাঁশকুড়ায় জেলাশাসক পার্থ ঘোষ, এসপি, পুরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র ও কাউন্সিলররা।তারা গোটা পাঁশকুড়া এলাকা ঘুরে দেখেন।এবং পুলিশি ব্যবস্থাকে আরো কঠোর করার নির্দেশ দেন।
হলদিয়ার করোনার খবর দিন।
ReplyDelete