Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কনটেনমেন্ট জোন কাঁথিতে আপাতত বন্ধ দোকান বাজার

আপাতত আগামী আরো দুই দিন কনটেনমেন্ট জোন কাঁথি পৌর এলাকার দোকান বাজার খুলবেনা।নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছাড়া বন্ধ থাকবে সমস্ত দোকান বাজার।পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও কাঁথি মহকুমা প্রশাসন সুত্রে জানা গেছে এই সিদ্ধান্তের কথা।
রাজ্য…


আপাতত আগামী আরো দুই দিন কনটেনমেন্ট জোন কাঁথি পৌর এলাকার দোকান বাজার খুলবেনা।নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছাড়া বন্ধ থাকবে সমস্ত দোকান বাজার।পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও কাঁথি মহকুমা প্রশাসন সুত্রে জানা গেছে এই সিদ্ধান্তের কথা।
রাজ্যের অন্যান্য প্রান্তের সাথে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতেও লাফিয়ে লাফিয়ে বেড়েছে মারন ভাইরাস করোনার প্রকোপ।এই প্রকোপ ঠেকাতে কাঁথি পৌরসভার ২১টি ওয়ার্ডকেই কনটেনমেন্ট জোন ঘোষনা করে ।পরিস্থিতি সামাল দিতে ১৯ তারিখ থেকে আপাতত সাত দিন দোকান বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয় ।সেই সময় শেষ হয়েছে শনিবার।তাই মনে করা হচ্ছিলো রবিবার থেকেই খুলে যাবে দোকান বাজার।তবে তা যে নয় সেটা স্পষ্ট করে দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা ও কাঁথি মহকুমা প্রশাসন।
উল্লেখ্য কনটেনমেন্ট জোন ঘোষনা করার পরেও কাঁথি শহরের করোনা সংক্রমনের ঘটনা কমেনি।এর মধ্যেই শহরের ১০-১২ জন বাসিন্দা আক্রান্ত হয়েছেন করোনাতে।এমনকি মৃত্যুও হয়েছে এক ব্যাবসায়ীর।এই পরিস্থিতিতে এখনই দোকান বাজার খুলে দিলে হু হু করে সংক্রমন বাড়ার সম্ভাবনা আছে মনে করা হচ্ছে।
এই বিষয়ে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পার্থ ঘোষ জানিয়েছেন এখনও কাঁথি পৌর এলাকা কনটেনমেন্ট জোন ।প্রত্যাহার করা হয়নি।তাই কনটেনমেন্ট জোনের আইন বলবৎ করা আছে ।জেলা শাসক বলেন ফলে রাজ্যের অন্যান্য প্রান্তের মত কাঁথি শহরে দোকান বাজার খুলে যাওয়ার কোন প্রশ্ন নেই ।প্রসংগত কনটেনমেন্ট জোনে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছাড়া সমস্ত দোকান বাজার বন্ধ রাখতে হবে ।বন্ধ থাকবে সরকারী-বেসরকারী অফিসও।
কাঁথির মহকুমা শাসক শুভময় ভট্টাচার্য জানিয়েছেন আগামী সোমবার আলোচনায় বসা হবে ।সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে কাঁথি পৌর এলাকা  কনটেনমেন্ট জোন থাকবে কিনা ।থাকলে কতটা অংশ থা�

No comments