করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকারের নির্দেশে সপ্তাহের শনিবার সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে।এর ফলে শুনশান হয়ে গিয়েছে গোটা এলাকা।আর তার মাঝেই
বসতি বাড়ির ভেতর থেকে এক যুবকের এক যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চ…
করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকারের নির্দেশে সপ্তাহের শনিবার সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে।এর ফলে শুনশান হয়ে গিয়েছে গোটা এলাকা।আর তার মাঝেই
বসতি বাড়ির ভেতর থেকে এক যুবকের এক যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সত্যজিৎ দাস (৩৭)।তার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার কুদি এলাকায়।তবে মৃত ওই যুবক মানসিক ভারসাম্যহীন অবস্থায় কুদি এলাকায় ঘোরাফেরা করত।কিন্তু তার পরিবারের বাকি সদস্যরা পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুরে থাকতো।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,কুদি বাজারে প্রত্যেকদিন ওই যুবকে ঘোরাফেরা করতে দেখতে পেতেন স্থানীয় বাসিন্দারা।গত তিনদিন ওই যুবকের কোথাও দেখতে পায়নি স্থানীয় বাসিন্দারা। এরপর তাকে দেখতে না পেয়ে স্থানীয় বাসিন্দাদের মনে সন্দেহ হয়।এরপর ওই যুবক যে বাড়িতে বসবাস করতো সেই বাড়িতে তার পচাগলা মৃতদেহ দেখতে পান তারা।এরপর ঘটনাটি জানাজানি হতেই এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতমৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহাকুমা হাসপাতালে পাঠিয়েছে।
No comments