Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লরির পিছনে ধাক্কা যাত্রীবাহী অটো,মৃত্যু ১ আহত ৪

দিঘা- নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি ছচাকার লরির পিছনে ধাক্কা মারল যাত্রীবাহী অটো।ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার দিঘা-মেছেদা বাইপাস সংলগ্ন এলাকায়।তবে এই ঘটনার পর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে পরেশ প…







দিঘা- নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি ছচাকার লরির পিছনে ধাক্কা মারল যাত্রীবাহী অটো।ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার দিঘা-মেছেদা বাইপাস সংলগ্ন এলাকায়।তবে এই ঘটনার পর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে পরেশ পয়ড়‍্যা(2৪) নামের এক অটো চালকের।তার বাড়ি মারিশদা থানার কারলদা গ্রামে।তবে এই ঘটনায় আহত হয়েছেন দুজন মহিলা সহ দুজন যুবক।তাঁদের গুরুতর অবস্থায় উদ্ধার করে কাঁথি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, মারিশদার দিক থেকে কাঁথির দিকে আসছিল দ্রুত গতি সম্পন্ন একটি যাত্রীবাহী অটো। সেই সময়ে কাঁথিমুখী একটি খারাপ হয়ে পড়া লরি দাঁড়িয়ে ছিল জতীয় সড়কের উপর।ঠিক সেই সময় মারিশদার দিক আসা যাত্রীবাহী
আটোটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিটির পিছনে সজোরে ধাক্কা মারলে দুমড়ে মুচড়ে ভেঙে যায় আটোটি।এরপর ঘটনার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই অটো চালকের।পাশাপাশি আহত হন অটোতে থাকা দুজন মহিলা ও দুজন যুবক।এই ঘটনার পর জাতীয় সড়কে যানচলাচল অবরুদ্ধ হয়ে পড়ে।তবে ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করে।ঘটনার খবর পেয়ে মারিশদা থানার পুলিশ ঘটনাস্থলে এসে অটো ও লরিটিকে সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে।পাশাপাশি অটোর মৃত চালক ও অটোটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে,এই ঘটনায় আটো চালকের মৃত্যু হয়েছে পাশাপাশি অটো চালকের মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।তবে দ্রুত গতিতে আটোটি থাকায় কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের।তবে ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


No comments