Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মান্দারমনিতে লক ডাউনের মধ্যে চলছে হোটেল নির্মাণ

করোনা সংক্রমণ ঠেকাতে সারা দেশের পাশাপাশি রাজ্যেও চলছে লকডাউন আর সেই লন্ডনে প্রশাসনে নির্দেশিকা কে বুড়ো আঙ্গুল দেখিয়ে লকডাউনের মধ্যেও অবাধে চলছে হোটেল নির্মাণের কাজ।শুক্রবার চিত্র ধরা পড়ল পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমণিতে সমুদ্…








 

 করোনা সংক্রমণ ঠেকাতে সারা দেশের পাশাপাশি রাজ্যেও চলছে লকডাউন আর সেই লন্ডনে প্রশাসনে নির্দেশিকা কে বুড়ো আঙ্গুল দেখিয়ে লকডাউনের মধ্যেও অবাধে চলছে হোটেল নির্মাণের কাজ।শুক্রবার চিত্র ধরা পড়ল পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমণিতে সমুদ্র উপকূলবর্তী এলাকায়।তবে ওই হোটেল নির্মাণে প্রশাসনিক মদতে কেন্দ্র সরকারের কোস্টাল রেগুলেরটরি জোন (সিআরজেড) আইন না মেনে নির্মাণ হচ্ছে বলে অভিযোগ সমুদ্র বিজ্ঞানী এবং হোটেল মালিকদের একাংশের।

জানা গিয়েছে, মন্দারমণি, সিলামপুর, দহ সোনামুই মৌজায় সমুদ্রের একেবারে গা ঘেঁষে হোটেল তৈরি হচ্ছে। গত মার্চে লকডাউন শুরু হওয়ার পর থেকে ওই সব মৌজায় হোটেল নির্মাণের কাজ জোরকদমে শুরু হয় বলে স্থানীয়দের অভিযোগ।তবে রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তারা বেআইনি নির্মাণ ঠেকাতে যদি সদর্থক ভূমিকা না নেন, তবে ভবিষ্যতে সমুদ্র জনবসতি এলাকায় ঢুকে পড়বে।’’

মন্দারমণি হোটেল মালিক সংগঠন সূত্রে খবর, ‘‘স্থানীয় প্রশাসনের সহযোগিতায় লকডাউনের মাঝেও সৈকতের গা ঘেঁষে একের পর এক হোটেল গজিয়ে উঠছে। ফলে যথারীতি নীরব দর্শক হয়ে সব দেখতে হচ্ছে।যদিও ওইসব হোটেল কিংবা লজ চালুর জন্য কোনও অনুমতি দেওয়া হয়নি বলে দাবি স্থানীয় কালিন্দী গ্রাম পঞ্চায়েতের।


No comments