Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদল রাজ কলেজ প্লাটিনাম জুবিলী

আমরা এক  ক্রান্তিকালের ভেতর দিয়ে যাচ্ছি l চারিদিকে অতিমারি ঝড় আর মৃত্যুশোক । কবে যে আমরা এই বিপর্যয় পর্ব কাটিয়ে উঠব আমরা কেউই জানিনাl  তবুও তো সময়  থেমে থাকে না l সময় চলে তার নিজের মর্জিতে নিজের ছন্দে l সূর্য ঘুরতে ঘুরতে একদ…










আমরা এক  ক্রান্তিকালের ভেতর দিয়ে যাচ্ছি l
চারিদিকে অতিমারি ঝড় আর মৃত্যুশোক । কবে যে আমরা এই বিপর্যয় পর্ব কাটিয়ে উঠব আমরা কেউই জানিনাl  তবুও তো সময়  থেমে থাকে না l সময় চলে তার নিজের মর্জিতে নিজের ছন্দে l সূর্য ঘুরতে ঘুরতে একদিন জানিয়ে দেয় সময় হল l মহিষাদল রাজ কলেজের ৭৫ তম বর্ষপূর্তি প্লাটিনাম জুবিলীর  সময় হয়ে গেলl ১ লা  আগস্ট মহিষাদল রাজ কলেজ ৭৫ স্পর্শ করলlhttps://youtu.be/Sa8LLr3u3XI
 এই আইসোলেশন এবং পরস্পর দূরত্ব বজায় রাখার পর্বে আমরা আমরা ছুঁতে পারনা মহাবিদ্যালয় প্রাঙ্গণ দেবপ্রসাদ গর্গের মূর্তি এমন এমনকি কলেজের শুভানুধ্যায়ীদেরl 
 আনুষ্ঠানিকভাবে উদ্বোধন পতাকা উত্তোলনের মাধ্যমে এবং মাল্য প্রদানের মধ্যে হলেও মহিষাদল রাজ কলেজ যুগের সঙ্গে তাল মিলিওয়েব  ওয়েব আলোচনা সভার আয়োজন করেছেl
 এই ওয়েব অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কলেজের অধ্যক্ষ অসীম কুমার বেরা,  গভর্নিং বডির প্রেসিডেন্ট শ্রী তিলক কুমার চক্রবর্তী, প্রাক্তন অধ্যাপক  শ্রী হরিপদ মাইতি এবং অধ্যাপক শ্রী সুবোধ চন্দ্র মাইতি মহাশয়, কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা- ছাত্র-ছাত্রী অভিভাবক-শিক্ষাকর্মী ব্যক্তিবর্গl তবে এই অনুষ্ঠান আমরা দেখতে পাব গুগোল মিটে 
 অনুষ্ঠান শুরু হবে ঠিক বিকেল ৪- টে এবং চলবে ঠিক বিকেল ৫-১৫ পর্যন্ত
 মহিষাদল রাজ কলেজের প্লাটিনাম জুবিলীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রত্যেককে অনলাইনে উপস্থিত  থাকার আমন্ত্রণ অনুরোধ জানাই l https://www.facebook.com/Haldia-News-106092204105967/

No comments