Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ায় ৫০ হাজার গাছ লাগানোর সূচনা করেন এইচ ডিএ সিইও -পি হরি শন্কর

হলদিয়া শিল্পাঞ্চল আম্ফানে নষ্ট হওয়ার সবুজ ফেরাতে বিভিন্ন শিল্প সংস্থা ও বনদপ্তরের  সহায়তায় মাস্টার প্ল্যান তৈরি উদ্যোগ নিয়েছ এইচডিএ।
 চার- পাঁচ বছর ধরে লাগাতার গাছ লাগানো এবং সমস্ত গাছের পরিচর্যা করা হবে। দূষণ প্রতিরোধ এবং …




হলদিয়া শিল্পাঞ্চল আম্ফানে নষ্ট হওয়ার সবুজ ফেরাতে বিভিন্ন শিল্প সংস্থা ও বনদপ্তরের  সহায়তায় মাস্টার প্ল্যান তৈরি উদ্যোগ নিয়েছ এইচডিএ।
 চার- পাঁচ বছর ধরে লাগাতার গাছ লাগানো এবং সমস্ত গাছের পরিচর্যা করা হবে। দূষণ প্রতিরোধ এবং টাউন প্লান্টে বিষয়টি মাথায় রেখে এই জন্য ডিটেইল প্রজেক্ট রিপোর্ট তৈরি করা হবে।
 হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের( এইচডিএ) চিফ এক্সিকিউটিভ অফিসার হরিশঙ্কর পানিক্কর এখবর  জানিয়েছেন।
 অরণ্য সপ্তাহ শুরুতেই হলদিয়া আইওসি রিফাইনারির উদ্যোগে অরন্যাকাঙ্খা  বৃক্ষরোপন কর্মসূচী হয়। এই কর্মসূচির মাধ্যমে এলাকায় ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ নেয়া হয়েছে। এক্ষেত্রে সহযোগী হবে এইচডি এ।

গ্রীন সিটি মিশন প্রকল্পে ১০ হাজার গাছ লাগানোর কাজ শুরু করেছে এইচডিএ। এদিন তার প্রতীকী সূচনা হয়েছে হলদিয়া ভবন এলাকায়।
আইওসির কর্মসূচিতে উপস্থিত ছিলেন এইচডিএ সিইও, আইওসির এক্সিকিউটিভ ডাইরেক্টর পার্থ ঘোষ , জেলা বনদপ্তর ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আধিকারিকরা। এইচডিএর সিইও বলেন, আম্ফানের হলদিয়ায় লক্ষাধিক গাছ নষ্ট হয়েছে।
 বিভিন্ন সংস্থাকে  নিয়ে নতুন করে সবুজায়নে পরিকল্পনা করা হয়েছে। এইচডি এর নোয়াখালী জল প্রকল্প এলাকা চৈতন্যপুর ওয়াটার সাপ্লাই গ্রাউন্ড, এইচ পি এল লিন্ক রোড, সিটি সেন্টার থেকে বালুঘাটা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার রাস্তায় আইওসি গাছ লাগাবে।

No comments