Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

BREAKING NEWS ঃ জেলায় করোনা বাড়তে থাকায় কন্টেইনমেন্ট এলাকা বাড়ানো হলো

পূর্ব মেদিনীপুরে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। মঙ্গলবার জেলায় ৪০জনের করোনা পজিটিভ রিপোর্ট  এসেছে। এখন পর্যন্ত মোট জেলায় করোনা আক্রান্ত ৬০৫ জন। এরমধ্যে পাঁশকুড়া কোলাঘাট মিলিয়ে ১৫জন, এগরায় ৩জন, হলদিয়া পুরসভা, সুতাহাটা ও মহিষাদলের ৯জ…





পূর্ব মেদিনীপুরে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। মঙ্গলবার জেলায় ৪০জনের করোনা পজিটিভ রিপোর্ট  এসেছে। এখন পর্যন্ত মোট জেলায় করোনা আক্রান্ত ৬০৫ জন। এরমধ্যে পাঁশকুড়া কোলাঘাট মিলিয়ে ১৫জন, এগরায় ৩জন, হলদিয়া পুরসভা, সুতাহাটা ও মহিষাদলের ৯জন রয়েছেন। এদিন হলদিয়া পুরসভার ১৫নম্বর ওয়ার্ডে দু''জন ও ১১নম্বর ওয়ার্ডে দু'জনের করোনা ধরা পড়েছে। ১৫নম্বর  ওয়ার্ডের ওই দুজন আদানি ও ইমামি কারখানার কর্মী। এঁরা হলদিয়ার বাসিন্দা নয় বলে দাবি পুরসভার স্বাস্থ্য দপ্তরের। এদিন ওই দুই কারখানা কর্মীর একজনের কাছে জেলা স্বাস্থ্য দপ্তর থেকে ফোন আসে করোনা ধরা পড়েছে বলে। ওই কর্মী  কে স্থানীয়ভাবে নন্দকুমার থানায় যোগাযোগ করতে বলা হয়। তাঁর করোনা ধরা পড়েছে এখবর থানায় পৌঁছতেই বাজার এলাকায় হুলস্থুল পড়ে যায়। পরে পুলিস তাকে উদ্ধার করে। ওই ব্যক্তির বাড়ি বর্ধমাআড়াআআআনে। এদিকে, ১১নম্বর ওয়ার্ডের দুই বাসিন্দা বাবা ও ছেলে ব্যাঙ্গালোর থেকে চিকিৎসা করিয়ে ফেরার পর করোনা ধরা পড়ে। সুতাহাটায় দুজন ও মহিষাদলে দু'জনের করোনা হয়েছে। হলদিয়া সুতাহাটা এলাকায় করোনা বাড়তে থাকায় কন্টেইনমেন্ট এলাকা বাড়ানো হয়েছে। এদিন হলদিয়া দ্বারিবেড়িয়া বাজার দমকল ও পঞ্চায়েতের উদ্যোগে স্যানিটাইজ করা হয়। এদিকে হলদিয়া আইওসি আবাসন এলাকায় করোনা ধরা পড়তেই আতঙ্ক ছড়িয়েছে । আইওসি  আবাসনএলাকার সেক্টর ১১তে তিন দিনের মধ্যে দুই ইঞ্জিনিয়ারের পরিবারে দু'জনের করোনা ধরা পড়েছে।

No comments