Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সরকারি অনুমোদন প্রাপ্ত মদের দোকানে ভাঙচুর ও বিক্ষোভ মহিলাদের

রাজ্যের বিভিন্ন প্রান্তে জনবহুল এলাকার মদের দোকান খোলার লাইসেন্স দিচ্ছে আবগারি দপ্তর। স্থানীয় বাসিন্দাদের বিশেষ করে মহিলাদের ক্ষোভ বাড়ছে এলাকায়। লকডাউনে দোকান খুলে মদ বিক্রির অভিযোগ উঠেছিল আগেই। এবার সেই দোকান ভাঙচুরের চেষ্টা …



 রাজ্যের বিভিন্ন প্রান্তে জনবহুল এলাকার মদের দোকান খোলার লাইসেন্স দিচ্ছে আবগারি দপ্তর। স্থানীয় বাসিন্দাদের বিশেষ করে মহিলাদের ক্ষোভ বাড়ছে এলাকায়। লকডাউনে দোকান খুলে মদ বিক্রির অভিযোগ উঠেছিল আগেই। এবার সেই দোকান ভাঙচুরের চেষ্টা চালালেন স্থানীয় মহিলারা।
কোথাও মদের দোকানে সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা, তো কোথাও মদের দোকানে ভাঙচুর চালাচ্ছে মহিলারা। এমতাবস্থায় সোমবার দুপুরে মদের দোকান খোলাকে তুমুল উত্তেজনা ছড়াল ভগবানপুর থানার গোপীনাথপুর এলাকায়। আর এই গোপীনাথপুর গ্ৰামে একটি মদের দোকান খোলার অনুমতি দিয়েছে আবগারি দপ্তর। তবে সোমবার দুপুরে দোকানে মদের দোকান খুলতেই দোকানে হাজির হন এলাকার শ’খানেক মহিলা। কারও হাতে বাঁশ, কারও হাতে আবার দাঁ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাতে কাছে যা পেয়েছেন, তাই দিয়ে দোকানে ভাঙচুর চালাতে শুরু করেন স্থানীয় মহিলারা।ফলে এলাকার তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পৌঁছয় ভগবানপুর থানায়। এরপর ঘটনাস্থলে গিয়ে কোনওমতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

তবে সরকারি অনুমোদন থাকা একটি মদের দোকান কীভাবে নিয়ম ভেঙে খোলা হল এবং পুলিশ বা আবগারি দফতর তাতে কোনও পদক্ষেপ করল না কেন? এ ব্যাপারে আবগারি দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়।কিন্তু নেটওয়ার্কের সমস্যা থাকায় তাকে ফোনে পাওয়া যায়নি। 

No comments