গাই গরু নিজের দুধ নিজেকে খেতে দেখে অবাক রাজ্য জুড়ে চলছে লকডাউন। দোকান ঘাট সব বন্ধ। কিন্তু নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান গুলি খোলা থাকবে বলে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। সেইমতো পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া টাউনশিপ মাখন …
গাই গরু নিজের দুধ নিজেকে খেতে দেখে অবাক রাজ্য জুড়ে চলছে লকডাউন। দোকান ঘাট সব বন্ধ। কিন্তু নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান গুলি খোলা থাকবে বলে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। সেইমতো পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া টাউনশিপ মাখন বাবুর বাজারে একটি দুধের দোকান খোলা ছিল। উনি বহুদিনের দুধ ব্যবসায়ী। তার যাবতীয় দুধের প্যাকেট রাস্তায় ঢেলে বিক্ষোভ দেখালেন। পথচলতি মানুষ এবং পাশের দোকানদাররা দেখে অবাক। গোটা রাস্তাজুড়ে দুধের প্যাকেট আর দুধ। রাস্তা পুরো সাদা দুধে ভরা। সেই দুধ খাচ্ছে কুকুর এবং গাই গরু। দুধ দোকানদারের অভিযোগ যে,টাউনশিপ থানার এক অফিসার তাকে দুধ ব্যবসা করতে বাধা দেয়। দোকান বন্ধ করতে বলে। হলদিয়া টাউনশিপ থানার অফিসারের কাছে অনুরোধ করে যে এত টাকার আমার লোকসান হয়ে যাবে । অফিসার কোন অনুরোধ শুনতে নারাজ বলে অভিযোগ । ফলে দুধ ব্যবসায়ী সমস্ত দুধ রাস্তায় ফেলে বিক্ষোভ দেখায়। পাশের দোকানদার চা দোকানি,পথচলতি মানুষ , সমস্ত লক্ষ্য করে অবাক হয়ে যায়। আমাদেরকে জানান তার অভিযোগ। পাশের আরেক দোকানদার শেখ রেজাউল বলেন যে আমার চোখের সামনে পুলিশ এসে ওই দুধ দোকানীকে বাধা দেয় ফলে নিরুপায় হয়ে রাস্তায় দুধ ঢেলে দেন। রাস্তায় ঢালা সেই দুধ পশুপাখি খেতে লাগে। কিন্তু গাই গরু তার নিজের দুধ নিজে খেতে এই প্রথম দেখে এলাকাবাসী অবাক।
No comments