রাজ্যজুড়ে করোনা পরিস্থিতি এই মুহূর্তে চরম আতঙ্ক ছড়াচ্ছে। প্রায় প্রতিদিন রেকর্ডহারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। অবস্থা সামাল দিতে নতুন করে রাজ্য সরকার কনটেইনমেন্ট জোনগুলিতে আবার লকডাউন শুরু করেছে। কিন্…
রাজ্যজুড়ে করোনা পরিস্থিতি এই মুহূর্তে চরম আতঙ্ক ছড়াচ্ছে। প্রায় প্রতিদিন রেকর্ডহারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। অবস্থা সামাল দিতে নতুন করে রাজ্য সরকার কনটেইনমেন্ট জোনগুলিতে আবার লকডাউন শুরু করেছে। কিন্তু তা সত্ত্বেও পরিস্থিতি এই মুহূর্তে যে নিয়ন্ত্রণের বাইরে সে কথা এক বাক্যে স্বীকার করে নিচ্ছেন বিশেষজ্ঞরা। সেই বিষয়কে মাথায় রেখে পূর্ন লাকডাউন ঘোষনা করেছেন রাজ্য সরকার।আজ পাঁশকুড়া পুলিশের তৎপরতায় বিনা কারনে লক ডাউন অমান্য করে যারা রাস্তায় বেড়িয়েছেন তাদেই বাইক বাজেয়াপ্ত করে থানায় পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। পথচারীরা কেন বাইরে বেড়িয়েছেন তার নির্দিষ্ট কারণ না দিতে পারলে আইনী ব্যাবস্থা নেওয়া হবে। যদিও দ্বিতীয় দফার সাপ্তাহিক লক ডাউন বেশিরভাগ মানুষই মেনে চলছেন, পাঁশকুড়া বাজারে কোন দোকান পাঠ কিছুই খোলেনি সকাল থেকে এমন কি নিত্য প্রয়োজনীয় সব্জী দোকানই খোলেনি।
পুলিশ আধিকারিকের বক্তব্য -" এখন মানুষ অনেকটাই সচেতন, আগের মতো বিনা কারনে কেউ আর বেড়চ্ছেন না, আমরা কয়েকদিন আগে থেকেই মানুষকে সচেতনতার করে চলেছি, আজকেউ সচেতনতার বার্তা মানুষ কে দিচ্ছি সকলের সচেতনতা ই আমাদের করোনা সংক্রমণ থেকে রক্ষা করতে পারবে।"
No comments