Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং নিউজ ঃ স্বামীর মৃত্যুতে স্ত্রীর মাথার চুল কাটলো গ্রামবাসীরা

https://youtu.be/KOTtf3wb6YE

এক মৃত্যুর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কোলাঘাট থানার কাঁউর চন্ডী গ্রামে কোলাঘাট থানার কাঁউরচন্ডী গ্রামের সুব্রত দাস এর সাথে বিয়ে হয় গোবরা গ্রামের সুপর্ণা দাসের সাথে। দাম্পত্য জীবন ভালোই চলছিল সুব্র…

https://youtu.be/KOTtf3wb6YE

এক মৃত্যুর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কোলাঘাট থানার কাঁউর চন্ডী গ্রামে কোলাঘাট থানার কাঁউরচন্ডী গ্রামের সুব্রত দাস এর সাথে বিয়ে হয় গোবরা গ্রামের সুপর্ণা দাসের সাথে। দাম্পত্য জীবন ভালোই চলছিল সুব্রত। এরপর সুব্রত ও সুপর্ণার সংসারে  কোল জুড়ে আসে  এক ফুটফুটে সন্তান। বেশ কয়েকবছর কাটার পর সুব্রত সাথে সুপর্ণার তিক্ততা শুরু হয়। বেশ কয়েকদিন আগে সালিশি সভায় সুব্রত সাথে সুপর্ণার তিক্ততা মিটেয়ে দেয় গ্রামের মোড়ল।  কিন্তু এরপরেও সুব্রত তাকে মারধর করে বলে অভিযোগ করেন সুপর্ণা। সুপর্ণার অভিযোগ যে গতকাল অর্থাৎ বুধবার রাতে সুপর্ণা কে  সুব্রত মারধর করে বলে অভিযোগ করেন। বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে এরপর গভীর রাতে সুব্রত গলায় কাপড় জড়িয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ করেন সুব্রত স্ত্রী সুপর্ণা। সুপর্ণার অভিযোগ গ্রামের সকলকে ডাকলেও কেউ আসেনি। বাধ্য হয়ে বাপের বাড়িতে খবর দেয় সুপর্ণা। এরপর বাড়ি থেকে ছুটি আছে সুপর্ণার বাবা-মা ও বোন। সুপর্ণার বাবার কে দিয়ে পুলিশে ফোন করান। গভীর রাতে পুলিশ এসে সুব্রত দেহ থানায় নিয়ে আসে বলে অভিযোগ করেন সুব্রত স্ত্রী সুপর্ণা। সকালে এলাকাবাসী চড়াও হয় সুব্রত তোর বাড়িতে। গ্রামবাসীর অভিযোগ যে রাতের অন্ধকারে কাউকে না জানিয়ে থানায় যোগাযোগ করেন সুপর্ণার বাপের বাড়ির আত্মীয়-পরিজন। থানার পুলিশ এসে কাউকে না জানিয়ে মৃতদেহ নিয়ে গিয়েছে। এরপর উত্তপ্ত হতে থাকে কাঁউরচন্ডী গ্রাম। সুব্রত স্ত্রী সুপর্ণা এবং সুপর্ণা বাবা ও মা ও বোনকে একটি ঘরে বন্দী রাখে এলাকাবাসীরা। সুবর্ণার চুল কেটে দেওয়ার এবং মানসিক চাপ সৃষ্টি করে এলাকাবাসীরা বলে অভিযোগ করেন সুপর্ণা। এরপর কোলাঘাট থানার পুলিশ গেলে কোলাঘাট থানা পুলিশকে ঘিরে চলে  চরম বিক্ষোভ। যদিও কলাঘাট থানায় এখনো কেউ অভিযোগ জানায়নি। এখনো পর্যন্ত এলাকায় উত্তপ্ত রয়েছে।

No comments