মাধ্যমিক পরীক্ষা 2020 সাঁওতালী মাধ্যমে রাজ্যে প্রথম স্হানাধিকারি চাঁদড়া কল্যান সংঘ হরিজন হাইস্কুলের ছাত্র বুদ্ধদেব মান্ডি সঙ্গে মা ও বাবা
পিতা-কালিপদ মান্ডি মাতা- আশা মান্ডি গ্রাম-শিমুলবেড়িয়া পোঃ-চাঁদড়া থানা-শালতোড়া জেলা-বা…
মাধ্যমিক পরীক্ষা 2020 সাঁওতালী মাধ্যমে রাজ্যে প্রথম স্হানাধিকারি চাঁদড়া কল্যান সংঘ হরিজন হাইস্কুলের ছাত্র বুদ্ধদেব মান্ডি সঙ্গে মা ও বাবা
পিতা-কালিপদ মান্ডি মাতা- আশা মান্ডি গ্রাম-শিমুলবেড়িয়া পোঃ-চাঁদড়া থানা-শালতোড়া জেলা-বাঁকুড়া প্রাপ্ত নম্বর -৫৭৭ বিদ্যালয় - চাঁদড়া কল্যান সংঘ হরিজন হাইস্কুল পোঃ-চাঁদড়া, থানা-শালতোড়া, জেলা-বাঁকুড়া
প্রত্যন্ত ছোট্ট গ্রামের দরিদ্র পরিবার থেকে মা-বাবা কে উপহার দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে সাঁওতালী মাধ্যমের উপযুক্ত পরিকাঠামোর অভাব থাকা সত্তেও ভবিষ্যতে ভালো ফলের প্রতিঙ্গা নিয়ে নিজের মাতৃভাষায় পড়াশুনা করে নিজের ছোট্ট গ্রামেও আশার আলো দেখিয়েছে তার সাফল্যে গ্রামেও নতুন ভাবে জাগিয়ে তুলেছে সে যেন এক নতুন সূর্য্যের উদয় যার সোনালী আলোয় নিজের গ্রাম, বিদ্যালয়, এবং সমাজ কে উজ্জ্বল করে তুলেছে । তার সফলতায় পরিবার সহ শিক্ষক-শিক্ষিকা এবং রাজ্যবাসি সবাই খুশি সবাই তাকে উচ্চশিক্ষার এগিয়ে যাক সুগম হোক পথ চলা উজ্জ্বল হোক তার ভবিষ্যৎ পূর্ণ হোক পরিবারের স্বপ্ন ।কৃতি ছাত্রকে ভালোবাসা ,শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন ।
No comments