ফের বিজেপি নেতা-কর্মীদের রাতে মারধরের অভিযোগ উঠলো রাজ্যের শাসক দল তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে।অভিযগ শাসক আশ্রিত দুশকৃতীদের হামলার ঘটনায় তিনজন বিজেপি কর্মী গুরুত্বর আহত হয়ে ভর্তি হাসপাতালে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পূ…
ফের বিজেপি নেতা-কর্মীদের রাতে মারধরের অভিযোগ উঠলো রাজ্যের শাসক দল তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে।অভিযগ শাসক আশ্রিত দুশকৃতীদের হামলার ঘটনায় তিনজন বিজেপি কর্মী গুরুত্বর আহত হয়ে ভর্তি হাসপাতালে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার ও রামনগর-২ ব্লকের বাদলপুর গ্রাম পঞ্চায়েতের থিয়ার গ্রামে।
বিজেপি নেতৃত্বের অভিযোগ ঘুর্নীঝড় আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্থদের সরকারি সহায়তা থেকে বঞ্চিত করে তৃনমূল নিজেদের দলীয় কর্মীদের পাইয়ে দিয়েছে অনৈতিক ভাবে।এর বিরুদ্ধে রাজ্যের অন্যান্য প্রান্তের মত পূর্ব মেদিনীপুর জেলার রামনগরেও এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন তাঁদের দলের কর্মী সমর্থকেরা। তাঁদের দাবী রামনগর থানার থিয়ার বাজারে আমফানে ক্ষতিপূরণে স্বজনপোষণের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্থানীয় তৃণমূল নেতা অরবিন্দ মালির নেতৃত্বে বৃহস্পতিবার রাতে ১৫-২০ জন তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ বিজেপির। ইঁট, রড, লাঠি ও বাঁশ দিয়ে তাদের নিরস্ত্র কর্মী সমর্থকের উপরে আচমকা আঘাত করা হয় বলে বিজেপির অভিযোগ। দুস্কৃতীদের মারে শম্ভু মুণিয়া, জয়দেব মুণিয়া ও সুকুমার জানা নামে তিনজন বিজেপির সক্রিয় কর্মী গুরুতর জখম হন। স্থানীয়রা তাঁদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বালিসাই হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানে তাঁরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে এ বিষয়ে এখনও থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে পুলিশ সূত্রের দাবি। কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, ",তৃণমূলের আশ্রিত দুস্কৃতীরা পরিকল্পিতভাবে আমাদের কর্মীদের উপর আক্রমণ চালিয়েছে। আমাদের তিনজন কর্মী গুরুতর আহত হয়েছেন। দুস্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়েছি।" তৃনমূলের পূর্ব মেদিনীপুর জেলার কার্যকরী সভাপতি তথা এলাকার বিধায়ক অখিল গিরি বলেন, "মারধরের ঘটনায় তৃণমূলের কেউ যুক্ত নয়। বিজেপির গোষ্ঠীকোন্দলে এই ঘটনা ঘটেছে।বিধায়ক বলেন নিজেদের কোন্দলকে তৃনমূলের উপর চাপাতে আমফানে দুর্নীতির গল্প ফেঁদেছে বিজেপি।এই সব করে মানুষকে ভুল বোঝানো জাবেনা বলে দাবী করেছেন রামনগরের বিধায়ক"
No comments