Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

করোনা সংক্রমণ বাড়ায় কাঁথি শহরে নতুন করে শুরু হল লকডাউন

ভিন্ন রাজ‍্য থেকে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতেই প্রায় প্রত্যেক দিনই ভাঙছে করোনা সংক্রমণের রেকর্ড। হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখন প্রায় ওলিগলিতেই ঢুকে পড়েছে সংক্রমণ। আনলক ওয়ানে রাস্তায় বেরোচ্ছে আম জনতা, আর ঊর্ধ্বম…





 ভিন্ন রাজ‍্য থেকে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতেই প্রায় প্রত্যেক দিনই ভাঙছে করোনা সংক্রমণের রেকর্ড। হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখন প্রায় ওলিগলিতেই ঢুকে পড়েছে সংক্রমণ। আনলক ওয়ানে রাস্তায় বেরোচ্ছে আম জনতা, আর ঊর্ধ্বমুখী হচ্ছে সংক্রমণের গ্রাফচিত্র।
এমতাবস্থায় করোনা সংক্রমণ ঠেকাতে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের সব ওয়ার্ড গুলিকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করেছে প্রশাসন।তাই প্রশাসনের নির্দেশিকা মেনে রবিবার বিকেল পাঁচটা থেকে কাঁথি পুরসভা এলাকায় অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া আর সব কিছু আগামী রবিবার পযর্ন্ত বন্ধ থাকছে।

জানা গিয়েছে,গতকাল শুক্রবার কাঁথি শহরের রাজাবাজার ও সুপার মার্কেটের একজন দুজন ব্যবসায়ী সহ ৪জনের বেশী ব্যবসায়ীর করোনায় আক্রান্ত হয়েছেন।আর সেই খবর গোটা এলাকায় ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে কাঁথির ব্যবসায়ী সংগঠনগুলি।এই পরিস্থিতিতে গতকাল সন্ধ্যায় কাঁথি শহরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও পুরপ্রশাসনকে নিয়ে এক আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।তবে করোনা সংক্রমন রুখতে একমাত্র লকডাউন ছাড়া ইতিমধ্যে আর কোন উপায় নেই।তাই প্রশাসনের পক্ষ থেকে নতুন করে লকডাউন ঘোষণা করছে প্রশাসন। তবে পরিস্থিতির উপর নির্ভর করে লকডাউন এর সময়সীমা বাড়ানো হবে কিনা তা নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments