Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তিন পুরসভায় জরুরি পরিষেবা ছাড়া সমস্ত বন্ধ কাজকর্ম

প্রায় প্রত্যেক দিনই ভাঙছে গতকালের রেকর্ড। হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখন প্রায় ওলিগলিতেই ঢুকে পড়েছে সংক্রমণ।এমতাবস্থায়
করোনা সংক্রমণ হু-হু করে বেড়ে যাওয়ায় পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুক, পাঁশকুড়া ও এগরা পুর…



 প্রায় প্রত্যেক দিনই ভাঙছে গতকালের রেকর্ড। হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখন প্রায় ওলিগলিতেই ঢুকে পড়েছে সংক্রমণ।এমতাবস্থায়
করোনা সংক্রমণ হু-হু করে বেড়ে যাওয়ায় পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুক, পাঁশকুড়া ও এগরা পুরসভা বন্ধ করে দেওয়া হয়েছে।তবে,শুধুমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে। তাছাড়া কাঁথি ও এগরা পুরসভা খোলা থাকলেও ভিড় এড়াতে প্রশাসনের তরফে শর্ত চাপানো হয়েছে।

তবে পূর্ব মেদিনীপুর জেলার পাঁচ পুরসভা এবং ১৩টি ব্লকের বেশকিছু জায়গাকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করেছেন জেলাশাসক। প্রতিদিন কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বাড়ছে। তার ফলে লকডাউনের এরিয়া ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তমলুক, হলদিয়া, পাঁশকুড়া, কাঁথি এবং এগরা সবক’টি পুরসভাতেই এই মুহূর্তে সংক্রমণ হচ্ছে। প্রতিটি পুর এলাকার কিছু এলাকাকে লকডাউনের আওতায় আনা হয়েছে। এই অবস্থায় পুরসভা অফিস খুলে রাখার ঝুঁকি নেয়নি তমলুক, পাঁশকুড়া ও এগরা পুর কর্তৃপক্ষ।তবে ইতিমধ্যে প্রশাসনের তরফে সিদ্ধান্ত নিতে আগামী মঙ্গলবার থেকে প্রায় ১৫ দিনের জন্য বন্ধ থাকবে এগরা পুরসভা।তাছাড়া শুধুমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে।তবে এগরা পুরবোর্ডের প্রশাসক শঙ্কর বেরা বলেন, যে গতিতে করোনা সংক্রমণের হার বাড়ছে, তাতে অফিস খুলে রাখার মতো অবস্থা নেই। সেজন্য আমরা আপাতত প্রায় ১৫ দিনের জন্য অফিস বন্ধ রাখছি। তারপর পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

No comments