লকডাউনের মাঝে রাতের অন্ধকারে সোনা দোকানে চুরির ঘটনায় যুক্ত থাকার কারণে দুই যুবককে গ্রেপ্তার করল কাঁথি থানার পুলিশ।জানা গিয়েছে, ধৃত যুবকের মধ্যে একজনের বাড়ি কাঁথি ২ দেশপ্রাণ ব্লকের আমতালিয়া গ্রামের বাসিন্দা দিব্যেন্দু দাস ও অপর…
লকডাউনের মাঝে রাতের অন্ধকারে সোনা দোকানে চুরির ঘটনায় যুক্ত থাকার কারণে দুই যুবককে গ্রেপ্তার করল কাঁথি থানার পুলিশ।জানা গিয়েছে, ধৃত যুবকের মধ্যে একজনের বাড়ি কাঁথি ২ দেশপ্রাণ ব্লকের আমতালিয়া গ্রামের বাসিন্দা দিব্যেন্দু দাস ও অপরজন রামনগর২ব্লকের বালিসাই গ্ৰামের বাসিন্দা অনুপম পাত্র কে আজ,রবিবার কাঁথি আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তদের জেল হেপাজতের নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে কাঁথি দেশপ্রান ব্লকের মুকুন্দপুর বাজারের একটি সোনা দোকানের লক্ষাধিক টাকা সহ সমস্ত জিনিসপত্র নিয়ে চম্পট দেয় চোরের দল।এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।এরপর ওই চুরি হওয়া সোনা দোকানের মালিক কাঁথি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।এরপর কাঁথি থানার পুলিশ লিখিত অভিযোগ পেয়ে তদন্ত চালিয়ে গতকাল ধৃত দিব্যেন্দু দাস ও অনুপম পাত্রকে গ্রেপ্তার করে।
ব্যবসায়ীদের দাবি, এইভাবে যদি চুরির ঘটনা চলতে থাকে তাহলে তাঁদের এবার থেকে ব্যবসা করাই দুস্কর ব্যাপার হয়ে দাঁড়াবে। সেই জন্য স্থানীয় পুলিশ এবং প্রশাসনের কাছে সঠিক নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা।
No comments