আনলক-২ এর পর দেখা যাচ্ছে দিনের পর দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। নিয়ন্ত্রনে আনার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে চলতি মাসের বৃহস্পতিবার, শনিবার ও আগামী বুধবার রাজ্য জুড়ে ফুল লকডাউন জারি করা হয়েছে।আজ বৃহস্পতিবার রাজ্যে প্রথম লকডাউন …
সূত্রের খবর, এদিনের লকডাউনকে কার্যকর করতে শুরু থেকেই পুলিশের তৎপরতা তুঙ্গে রয়েছে। কলকাতার বিভিন্ন এলাকার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে বসেছে পুলিশ পিকেট। বন্ধ রয়েছে সমস্ত সব্জি, মাছ সহ সমস্ত রকমের দোকানপাট। বহু এলাকাতেই পুলিশের আধিকারীকেরা সরাসরি টহদারীতে যোগ দিয়েছেন।
এখন পর্যন্ত খবর, কলকাতার পাশাপাশি জেলার বহু এলাকাতেই যারা সকাল থেকে পায়ে হেঁটে বা দু'চাকা ও চারচাকা নিয়ে বেরিয়েছেন তাঁদের প্রত্যেককে ধরে ধরে কারণ খতিয়ে দেখা হচ্ছে। সঠিক কারন দেখাতে না পারলে তাঁদের গাড়ি সহ বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। প্রতিটি জেলাতেই গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশ পিকেট বসানো হয়েছে। জেলার কোলাঘাট, তমলুক, নন্দকুমার, কাঁথি, হলদিয়ার পাশাপাশি মহিষাদলেও কড়া পুলিশি নজরদারি। মহিষাদল থানার ওসি পার্থ বিশ্বাস তার দলবল নিয়ে সকাল থেকে থানা এলাকার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে নজদারিতে ব্যবস্ত রয়েছে। শুধু মহিষাদল নয় জেলা জুড়ে একই ছবি পূর্ব মেদিনীপুরে।।
No comments