Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং নিউজ ঃ ফের কাঁথিতে আক্রান্ত হলেন এক ব্যবসায়ী

গোটা দেশের নিরিখে পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার অপেক্ষাকৃত কমই ছিল৷ কিন্তু পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরা শুরু হওয়ার সঙ্গে তাল মিলিয়ে এই হার বেড়ে চলেছে৷ দীর্ঘ দু'মাসের লকডাউন পর্ব পার করে পশ্চিমের রাজ্যগ…




 গোটা দেশের নিরিখে পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার অপেক্ষাকৃত কমই ছিল৷ কিন্তু পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরা শুরু হওয়ার সঙ্গে তাল মিলিয়ে এই হার বেড়ে চলেছে৷ দীর্ঘ দু'মাসের লকডাউন পর্ব পার করে পশ্চিমের রাজ্যগুলি থেকে ট্রেনে করে শ্রমিকদের প্রত্যাবর্তন শুরু হয়েছে৷ এমতাবস্থায় রাজ‍্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় দিনে দিনে বাড়ছে কারোনা আক্রান্তের সংখ্যা‌‌। ফের করোনা ভাইরাস আক্রান্ত কাঁথি শহরে এক ব্যবসায়ী।আক্রান্ত ব্যাবসায়ীকে চিকিৎসার জন্য পাঁশকুড়া বড়মা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


আতঙ্ক যেন পিছু ছাড়ছে না কাঁথি শহরকে। আক্রান্ত ব্যক্তি কাঁথি শহরের একটি জেরক্স দোকান রয়েছে।জানা গিয়েছে ওই ব্যক্তি শরীরের দুইদিন আগে করোনা উপসর্গ দেখা দেয়।তড়িঘড়ি করে ওই ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের সদস্যরা কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করেন।হাসপাতাল থেকে ওই ব্যক্তির লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।সেই রিপোর্টে ওই ব্যক্তি করোনা আক্রান্ত বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর।সকালে ওই ব্যক্তিকে কাঁথি মহকুমা হাসপাতাল থেকে চিকিৎসার জন্য পাঁশকুড়া বড়মা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

No comments