রাতের অন্ধকারে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল বিশ্বজিৎ দাস(৩২)নামের এক যুবকের।বুধবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে এগরা-সোলপাট্টা রাজ্য সড়কের আলংগিরি বগলামুখী মন্দির সংলগ্ন এলাকায়।মৃত যুবকের বাড়ি এগরা থানার জেড়থান গ্ৰাম পঞ্চায়েতের এর কে…
রাতের অন্ধকারে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল বিশ্বজিৎ দাস(৩২)নামের এক যুবকের।বুধবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে এগরা-সোলপাট্টা রাজ্য সড়কের আলংগিরি বগলামুখী মন্দির সংলগ্ন এলাকায়।মৃত যুবকের বাড়ি এগরা থানার জেড়থান গ্ৰাম পঞ্চায়েতের এর কেয়া গ্ৰামে।তবে তার স্ত্রী ও চার বছরে দুটি কন্যা সন্তান রয়েছে বলে জানা যাচ্ছে।
জানা গিয়েছে,একটি মোটর বাইক নিয়ে ওই যুবক আলংগিরি থেকে রাত ১১ টা নাগাদ জেড়থানের কেয়া গ্ৰামে নিজের বাড়িতে ফিরছিলেন।এরপর কেউ বা কারা তাকে ধাক্কা মেরে পালিয়ে যায় বলে অনুমান স্থানীয়দের।তবে এই ঘটনার পর এক স্থানীয় এক সিভিক ভলেন্টিয়ার রাস্তার দিয়ে যাওয়ার সময় ওই বগলামুখী মন্দিরের ধারে যুবককের রক্তাক্ত দেহ ও একটি মোটর বাইক পড়ে থাকতে দেখে।এরপর ওই সিভিক ভলেন্টিয়ার ঘটনাটি এগরা থানায় জানান।এরপর ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এগরা থানার পুলিশ।এরপর ঘটনাস্থল থেকে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,যুবকের এই মর্মান্তিক মৃত্যু কিভাবে ঘটল তা এখনো স্পষ্ট নয়।তবে কোন মাল বোঝাই গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়েছে যায় বলে প্রাথমিক অনুমান পুলিশের।তাছাড়া সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করা হয়েছে।পাশাপাশি মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য কাঁথি হাসপাতালে পাঠানো হয়েছে। তবে যুবকের এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও গোটা এলাকায়।
No comments