Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং নিউজঃ হলদিয়ায় স্বাস্থ্যকর্মীর বাড়িতেই করোনার থাবা

আনলক হতেই পরিযায়ী শ্রমিকরা আসা শুরু করে। পরিযায়ী শ্রমিক আসতেই বাংলায় বাড়ছে উদ্বেগ। এই পরিস্থিতিতে  পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পঞ্চায়েত সমিতির এলাকায় চকদ্বীপা অঞ্চলে বার বাজিতপুরে নতুন করে ১ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে।



আনলক হতেই পরিযায়ী শ্রমিকরা আসা শুরু করে। পরিযায়ী শ্রমিক আসতেই বাংলায় বাড়ছে উদ্বেগ। এই পরিস্থিতিতে  পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পঞ্চায়েত সমিতির এলাকায় চকদ্বীপা অঞ্চলে বার বাজিতপুরে নতুন করে ১ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে।
জানা যাচ্ছে, আক্রান্ত ঐ ছেলেটির বাবা ব্রজলালচকে মোটর পার্টস এর দোকান। আর মা বাড়ঘাসী পুর স্বাস্থ্য দপ্তরে কাজ করেন।গত ২৯ জুন তারিখ তাদের লালা রস পরীক্ষা হয়। গত ৩ জুলাই করোনা পজেটিভ আশায় স্থানীয় স্বাস্থ্য দপ্তর তাকে বড়মা হাসপাতালে নিয়ে যায়। ছেলেও মাকে লোকাল কোয়ারেন্টন রাখা হয়। আজ ছেলে টির পজিটিভ আসায়। আতঙ্কের সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত কয়েক মাস  আগেই এই গ্রামে প্রায় সাত জনের পজেটিভ ধরা পড়েছিল। ব্রজ লালচক বাজারে মুদি ব্যবসায়ী। আবার সেই বাজারের মোটর পার্টস দোকানের ব্যবসায়ী বাড়িতেই করোনা।
স্থানীয় স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে তাকে বড়মা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে একই পরিবারে পরিবারের বাবা  সাথে ছেলে পজিটিভ ধরা পরলো।
 হলদিয়া পঞ্চায়েত সমিতির সমষ্টি আধিকারিক তুলিকা দত্ত ব্যানার্জি বলেন হলদিয়া ব্লকে এক যুবকের করোনা ধরা পড়ল। তিন দিন আগে ওই যুবকের বাবা করোনা আক্রান্ত হন। দু'জনেই আপাতত বড়মা করোনা হাসপাতালে ভর্তি। যুবকের বাবার ব্রজলালচক বাজারে মেশিন পার্টসের দোকান রয়েছে।
ব্রজলাল চক বাজারের বাজার কমিটির সম্পাদক প্রসেনজিৎ ভৌমিক বলেন ।আমরা বাজারে স্যানিটাইজ করাছি। ভয় পাওয়ার কোন দরকার নেই ।আমরা বাজার কমিটি সদাসতর্ক ভাবে নজর রাখছি। বাজারে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

No comments