Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া,কোলাঘাট ও তমলুকের কনটেইমেন্ট জোনে শুরু হয়েছে পুলিশি নজরদারী*

কনটেইমেন্ট জোনের মধ‍্যে রয়েছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া,কোলাঘাট,তমলুক ও। মারণ ভাইরাস করোনার প্রকোপ ঠেকাতে  রাজ্যের সব কনটেইনমেন্ট জোন গুলিতে  ফের লক ডাউন কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৫ট…



কনটেইমেন্ট জোনের মধ‍্যে রয়েছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া,কোলাঘাট,তমলুক ও। মারণ ভাইরাস করোনার প্রকোপ ঠেকাতে  রাজ্যের সব কনটেইনমেন্ট জোন গুলিতে  ফের লক ডাউন কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে কনটেইনমেন্ট জোন গুলিতে কঠোর ভাবে লকডাউন কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রাজ্যের অন্যান্য প্রান্তের সাথে পূর্ব মেদিনীপুর জেলার ৫টি কনটেইনমেন্ট জোনে কড়া লকডাউন বলবৎ হতে চলেছে বলে  জানা গেছে।
প্রশাসন সুত্রে জানা গেছে  এই এলাকাগুলিতে জরুরী পরিষেবা, অত্যাবশ্যকীয় পণ্য পরিবহন ছাড়া অন্য সকল ধরনের পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কনটেইনমেন্ট জোনে থাকা বাসিন্দারা সরকারি ও বেসরকারি অফিসে যেতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আজ সকাল থেকে পুলিশি পাহারার ওপর জোর দেওয়া হচ্ছে।কনটেইমেন্ট জোন গুলিতে পুলিশি পাহরার সাথে বেরিকেট দিয়ে ঘিরে রাখা হয়েছে।মাক্স ছাড়া বাইরে বেরুলে শাস্তির ও ব‍্যবস্থা করে হয়েছে।শুধুমাত্র প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরুতে কেই পারবেন না।বন্ধ রাখা হয়েছে দোকান বাজারও আজ সকাল থেকেই পাঁশকুড়া,কোলাঘাট,তমলুকের চিত্রটা একেবারে বদলে গিয়েছে থমথমে পরিবেশে।

No comments