সিপিঅাইএম, কাঁথি এরিয়া কমিটির উদ্যোগে কাঁথি পৌর এলাকার ২১ টি ওয়ার্ডসমূহের অামফান অনুদান প্রাপক দের পূর্ণাঙ্গ (নাম-ঠিকানা-পরিচয় সহ) তালিকা জনসমক্ষে প্রকাশ করা ও স্বীকৃত রাজনৈতিক দলসমূহ কে প্রদান, অযোগ্য অামফান অনুদান প্রাপক দের ক…
সিপিঅাইএম, কাঁথি এরিয়া কমিটির উদ্যোগে কাঁথি পৌর এলাকার ২১ টি ওয়ার্ডসমূহের অামফান অনুদান প্রাপক দের পূর্ণাঙ্গ (নাম-ঠিকানা-পরিচয় সহ) তালিকা জনসমক্ষে প্রকাশ করা ও স্বীকৃত রাজনৈতিক দলসমূহ কে প্রদান, অযোগ্য অামফান অনুদান প্রাপক দের কাছ থেকে
তদন্তপূর্বক সরকারী অর্থ ফেরত নেওয়া,সরেজমিনে তদন্ত করে প্রকৃত ক্ষতিগ্রস্থ বাড়ীর মালিকদের অবিলম্বে ২০,০০০ টাকা করে অনুদান প্রদান সহ পরিযায়ী শ্রমিকদের নাম নথিভূক্ত করন ও সরকারী অনুদান প্রদানের ৪ দফা দাবীসমূহের ভিত্তিতে অাজ কাঁথি মহকুমা শাসক কে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়। ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী তে নেতৃত্ব দেন সিপিঅাইএম এরিয়া কমিটির সম্পাদক হরপ্রসাদ ত্রিপাঠী, মামুদ হোসেন, কানাই মুখার্জি, তেহেরান হোসেন, অাসপাক অালি খাঁন প্রমুখ নেতৃবৃন্দ। সিপিঅাইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন জানান কাঁথির মহকুমাশাসক ডেপুটেশন ও স্মারকলিপি গ্রহন করে যথাযথ ব্যবস্হা গ্রহণের অাশ্বাস দিয়েছেন।
No comments