Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্ত্রীর দ্বিতীয় বিয়ে বন্ধ করতে গিয়ে! শ্বশুর বাড়ির পাশেই যুবকের মৃতদেহ উদ্ধার, আটক১

প্রায় ১০ বছরের বিয়ে। রয়েছে একটি  পাঁচ বৎসছরের মেয়ে। কিন্তু পরিবারে প্রায় লেগে থাকত অশান্তি। এই কারনেই পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার কালিকাকুন্ডু গ্রামের স্বামীর ঘর ছেড়ে ওই থানা এলাকারই মছলন্দপুরে বাপের বাড়িতে চলে যায় গৃহবধূ …



 প্রায় ১০ বছরের বিয়ে। রয়েছে একটি  পাঁচ বৎসছরের মেয়ে। কিন্তু পরিবারে প্রায় লেগে থাকত অশান্তি। এই কারনেই পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার কালিকাকুন্ডু গ্রামের স্বামীর ঘর ছেড়ে ওই থানা এলাকারই মছলন্দপুরে বাপের বাড়িতে চলে যায় গৃহবধূ ঝর্না মাজি।
বেশ কিছুদিন কেটে যায়।https://youtu.be/bqImL8WdXZk
তারপরেই যুবক জানতে পারে তাঁর স্ত্রীকে আবারও চুপিসাড়ে  অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে শ্বশুরবাড়ির লোকেরা। এরই প্রতিবাদ জানাতে গতকাল বৃহস্পতিবার বেলার দিকে শ্বশুরবাড়িতে ছুটে যায় বিশ্বজিৎ মাজি(৩০)। বিশেষ সূত্রে জানা যায়। দিনভর চেষ্টার পরেও তাঁর স্ত্রীর কোথায় বিয়ে হয়েছে তা উদ্ধার করতে পারেনি ওই যুবক।
এরপর শুক্রবার সকালে মছলন্দপুরে রাস্তার পাশ থেকে উদ্ধার হয়েছে বিশ্বজিতের নিথর দেহ। খবর পেয়েই মহিষাদল থানার পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে। পুলিশ গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সূত্রের খবর, রাস্তার পাশের একটি সরু সুপারি গাছের সঙ্গে ওই যুবকের গলায় সরু নাইলন দড়ি ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গিয়েছে।
তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। যার জেরে ঘটনাস্থলে সামান্য রক্ত পড়ে রয়েছে। ঘটনার বিস্তারিত জানার পরেই এই ঘটনার সত্য অনুসন্ধানে জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনার বিষয়ে মছলন্দপুর গ্রামের কোনও ব্যক্তি মুখ খুলতে রাজি হয়নি।

ইতিমধ্যে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই যুবকের শ্বশুর কৃষ্ণ প্রসাস দাসকে আটক করে থানায় এনে
 জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সেই সঙ্গে দেহটিকে ময়না তদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

No comments