ভোর সকালে নির্জন জঙ্গল থেকে প্রবোধ কর(২৫) নামেরএক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকার।বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী থানার লাক্ষী এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে,লাক্ষ…
ভোর সকালে নির্জন জঙ্গল থেকে প্রবোধ কর(২৫) নামেরএক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকার।বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী থানার লাক্ষী এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে,লাক্ষী এলাকার বাসিন্দা প্রবোধ কর এর হাতে বেশ কয়েক মাস ধরে কোনো কাজ ছিল না। ফলে এলাকার বেশ কয়েকজন মহাজনের কাছ থেকে কয়েক হাজার টাকা ধার নিয়েছিল প্রবোধ।আর সেই ধারের টাকার জন্য এলাকার সুদ কারবারি মহাজনরা চাপ দিচ্ছিল তাকে। সেই টাকা দিতে না পরায় তাকে নানা ভাবে তুচ্ছতাচ্ছিলো শুরু করেছিল তারা। আর এই নিয়ে মানসিক অবসাদে ভুগছিল প্রবোধ।এই ঘটনার পর বাড়ির পাশে একটি জঙ্গলের মধ্যে একটি গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।এই ঘটনার খবর পেয়ে খেজুরী থানার পুলিশ খবর ঘটনাস্থলে এসে মৃতহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, যুবকের এই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।পাশাপাশি এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে পুরো ঘটনা সম্বন্ধে জানা যাবে।
No comments