Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং নিউজ ঃ কাঁথিতে বেসরকারি ব্যাংকের কর্মী আক্রান্ত হওয়ার আতঙ্ক ছড়িয়ে এলাকায়

কয়েক দিনে করোনা সংক্রমণ বেড়েছে শহরে।  পূর্বমেদিনীপুর জেলার কাঁথিতে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। একটি  বেসরকারি ব্যাংকের কর্মী আক্রান্ত  হওয়ার খবরে আতঙ্ক ছড়িয়ে। ইতিমধ্যে ওই ব্যাংক কর্মীকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলে খবর। …




কয়েক দিনে করোনা সংক্রমণ বেড়েছে শহরে।  পূর্বমেদিনীপুর জেলার কাঁথিতে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। একটি  বেসরকারি ব্যাংকের কর্মী আক্রান্ত  হওয়ার খবরে আতঙ্ক ছড়িয়ে। ইতিমধ্যে ওই ব্যাংক কর্মীকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলে খবর।  এবং ওই কর্মীর সংস্পর্শে আশা ব্যাক্তিদের পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া  হয়েছে। পাশাপাশি কাঁথির  একটি বহুজাতিক সংস্থার শোরুমের মালিক ওনার স্ত্রী আক্রান্ত হয়ে ভর্তি কলকাতায়।  কাঁথির শেরপুর শিবমন্দির এলাকায় এক বর্তমান টোটো চালক ও ব্যবসায়ী আক্রান্ত হওয়ার খবর এবং ঐ সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। ওই ব্যক্তির নিকটবর্তী  আশা পরিবারের সদস্য  এবং বন্ধু বান্ধব  সকলের এদিন পরীক্ষা হওয়ার কথা কিন্তু তা আজ বিশেষ কারণে হয়নি। তার জেরে ওই এলাকায় যাতায়াত বন্ধ করে দিয়েছে পৌর প্রশাসন। কাঁথির মনোহরচক এলাকায় পিতা ও পুত্র আক্রান্তের পর আরো আক্রান্ত সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে বিশ্বস্ত সূত্রে খবর। এদিকে পদ্মপুকুরিয়া এলাকায় কাঁথি সুপার মার্কেটের  এক ভুসিমাল ব্যাবসায়ী  সুগার, প্রেসার সহ অন্যান্য রোগ ধরা পড়েছে পাশাপাশি কোভিড ১৯ পজেটিভ হয়েছে । তিনি ভর্তি ওডিশার ভুবনেশ্বরের একটি বেসরকারি নার্সিং হোমে। ওনার শারীরিক পরিস্থিতি সংকট জনক  অগত্যা পরিবারের সাথে যোগাযোগ ভিডিও কলের মাধ্যমে। কাঁথির থানার পুলিশ শহরে যত্র তত্র ঘুরে বেড়াতে দেখলে পাকড়াও করছে।  বিনা কারণে বাড়ির বাইরে বা অত্ত্বাবস্বকীয় পণ্যের দোকান ছাড়া অন্য কোনো দোকানপাট খুললে ফাইন করা হচ্ছে বলে খবর প্রশাসন সূত্রে।  সব মিলিয়ে করোনার সংক্রমণ বাড়ছে শহরে  অযথা আতঙ্কিত না হয়ে  সজাগ ও সতর্ক থাকাটাই বাঞ্চনীয়।

No comments