Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

উত্তরপ্রদেশের গাজিয়াবাদের তথাকথিত এনজিও ! প্রধানমন্ত্রীর নামে টাকা তোলা নিয়ে তদন্তের দাবী প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন

উত্তর প্রদেশের গাজিয়াবাদের A3NIT Services নামে একটি তথাকথিত এনজিও প্রধানমন্ত্রী শিশু বিকাশ যোজনা/ শিশু বিকাশ যোজনা র নামে জেলা জুড়ে বীমা,শিক্ষা ঋণ ও সহায়তা ইত্যাদি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নামে ব্যবসার ফাঁদ পেতেছে।দুরকমের ফর্ম ব…




উত্তর প্রদেশের গাজিয়াবাদের A3NIT Services নামে একটি তথাকথিত এনজিও প্রধানমন্ত্রী শিশু বিকাশ যোজনা/ শিশু বিকাশ যোজনা র নামে জেলা জুড়ে বীমা,শিক্ষা ঋণ ও সহায়তা ইত্যাদি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নামে ব্যবসার ফাঁদ পেতেছে।দুরকমের ফর্ম বিলি চলছে। একটি প্রধানমন্ত্রী শিশু বিকাশ যোজনা অারেকটি প্রধানমন্ত্রী শিশু বিকাশ যোজনা। প্রতিটি ফর্মের দাম ১০ টাকা।ফর্মের জমা নেওয়া বাবদ ৩৫০ টাকা করে নেওয়া হচ্ছে। কোন রশিদের বালাই নেই। সর্বস্তরের স্কুল ছাত্র -ছাত্রীদের অভিভাবক রা সরকারী প্রকল্প ভেবে লাইন দিয়ে টাকা দিয়ে ফর্ম নিচ্ছেন ও জমাও দিচ্ছেন। লকডাউনের সময় বিদ্যালয়গুলিও শংসাপত্র দিতে ব্যতিব্যস্ত।দেশপ্রাণ ব্লক সহ জেলা র সমস্ত ব্লকেই এই এনজিওর নেটওয়ার্ক ছড়িয়ে পড়েছে। শিশু বিকাশ যোজনা র  পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ ও অন্যান্য নেটওয়ার্ক জনিত কর্মকাণ্ডের সাথে এই সংস্থা জড়িত। সবক্ষেত্রেই ব্যবসায়িক লেনদেন রয়েছে। স্হানীয় কিছু বেকার যুবকদের বেতনভুক্ত কর্মচারী হিসাবে এই এনজিওর কাজের সাথে যুক্ত করা হয়েছে। সর্বত্রই প্রশাসনের নাকের ডগায় এই এনজিওর কর্মকাণ্ড চলছে। সাধারণ মানুষেরা সরকারি প্রকল্প ভেবে দেদার প্রধানমন্ত্রী র  নাম জড়িত শিশু বিকাশ যোজনায় টাকা জমা করে যাচ্ছেন। সারদা-রোজভ্যালী সহ বিভিন্ন চিটফাণ্ডে মানুষের জমানো টাকার প্রতারণা র দগদগে ক্ষত এখনো অমলিন। এই ভিন রাজ্যের তথাকথিত এনজিও র কর্মকাণ্ড নিয়ে জনসাধারণের মধ্যে বহু প্রশ্ন ঘোরাফেরা করছে।বিশেষ করে যেখানে অার্থিক লেনদেনের বিষয় জড়িত।সিপিঅাইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন জেলাশাসক কে ই-মেইল বার্তা পাঠিয়ে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের তথাকথিত এনজিও র কর্মকাণ্ড নিয়ে তদন্তের দাবী জানিয়েছেন। মামুদ হোসেন জানান এই ধরনের সংস্হার অার্থিক লেনদেনের বিষয়ে প্রকৃত তথ্য মানুষ না জানলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থেকেই যাবে।


No comments