Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দীগ্রামে এসইউসিআই এর উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি

আমফানে ক্ষতিপূরণ ও স্বজন পোষনের অভিযোগে নন্দীগ্রাম ১নং ব্লকের কেন্দামারি ৩নং অঞ্চলের কুড়িঘাটায়,  এলাকার মানুষ একত্রিত হয়ে রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করে ।
 নন্দীগ্রাম ১ব্লকের কেন্দামারি ৩নং অঞ্চলের তৃণমূল সদস্য  সেখ সাহ…




আমফানে ক্ষতিপূরণ ও স্বজন পোষনের অভিযোগে নন্দীগ্রাম ১নং ব্লকের কেন্দামারি ৩নং অঞ্চলের কুড়িঘাটায়,  এলাকার মানুষ একত্রিত হয়ে রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করে ।
 নন্দীগ্রাম ১ব্লকের কেন্দামারি ৩নং অঞ্চলের তৃণমূল সদস্য  সেখ সাহাব উদ্দিন ও প্রধান মানসুরা বেগমের বিরুদ্ধে  প্রকৃত ক্ষতিপূরণ প্রাপক ও স্বজন পোষনের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান।
 ৩নং অঞ্চলের তৃণমূল পঞ্চায়েত সদস্য  সেখ সাহাব উদ্দিন ও প্রধান মানসুরা বেগম এই কথা অস্বীকার করে বলেন, এটি রাজনৈতিক সড়যন্ত্র, বিজেপি, সিপিএম এর কিছু সমর্থক আমাদের ও আমাদের দলের বিরুদ্ধে কুৎসা রটানোর  চেষ্টা করছে। আর স্বজন পোষনের ব্যাপারটা নিয়ে খতিয়ে দেখবো।
অপর দিকে নন্দীগ্রামে প্রশাসনিক ভবনের সামনে একই ক্ষতিপূরণের ও স্বজন পোসনের অভিযোগ তুলে পোষ্টার ও মাইকিং করে বিক্ষোভ দেখান  S U C I
এছাড়া  আবারো নতুন করে নন্দীগ্রাম ১ব্লকের ভেকুটিয়া অঞ্চলে বিক্ষোভ শুরু করে স্থানীরা।
গতকাল অঞ্চল অফিস বন্ধ থাকায় গতকাল তার প্রধানের দেখা পাননি অঞ্চলের তাই আজ ভেকুটিয়া অঞ্চলের একাধিক  বুথ বহু মহিলা ও পুরুষ মিলে জমাায়েেত করে বিক্ষোভ দেখান,  শান্তি-শৃঙ্খলাা বজায় রাখার স্বার্থেেে নন্দীগ্রাম থানার পুলিশ মোতায়েন রয়েছে।

ভেকুটিয়া অঞ্চলে একাধিক  আমফানে ক্ষতিপূরণ না  পাওয়ার ক্ষোভে বুথ সভাপতি সেখ হাসিবুল ও পঞ্চায়েত সদস্যা মেহেরা বিবির  বহিস্কার এর দাবিতে এই বিক্ষোভ।
ভেকুটিয়া অঞ্চলের মহিলা প্রধান মমতা দাস জানান যারা যারা এই অঞ্চলের দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।

No comments