কাঁথির এক ব্যাবসায়ী করোনা সংক্রমন ধরার পরই নড়ে চড়ে বসলো পুলিশ প্রশাষন। এদিন সকাল থেকে জেলা পুলিশের পক্ষ থেকে কাঁথির থানার মাইকিং করা হচ্ছে। পাশাপাশি কাঁথি উদয়ন রোড় এলাকা রাস্তা পুরো সীল করে দেওয়া হয়।যাতে কোন যানবাহন যেতে পারে প্…
কাঁথির এক ব্যাবসায়ী করোনা সংক্রমন ধরার পরই নড়ে চড়ে বসলো পুলিশ প্রশাষন। এদিন সকাল থেকে জেলা পুলিশের পক্ষ থেকে কাঁথির থানার মাইকিং করা হচ্ছে। পাশাপাশি কাঁথি উদয়ন রোড় এলাকা রাস্তা পুরো সীল করে দেওয়া হয়।যাতে কোন যানবাহন যেতে পারে প্রশাষনের পক্ষ থেকে বাঁশ দিয়ে রাস্তা ব্যারিকেট করে দেওয়া হয়।এই ঘটনার গোটা কাঁথি শহরে আতঙ্ক ছড়িয়েছে। আক্রান্ত ব্যাবসায়ীকে চিকিৎসা জন্য পাঁশকুড়া করোনা হাসপাতালে নিয়ে যাওয়ার হয়েছে।
এদিন সকাল থেকে গোটা কাঁথি শহর স্যানিটেশান করা হয়। কোন পথ চলতি মানুষ মাস্ক না পরলে পুলিশের পক্ষ থেকে আইনী ব্যাবস্থা গ্রহন করার হুশিয়ারী দেন।এদিন সন্ধ্যায় থেকে জন সমাজম পক্ষ লক্ষ্য করা গেছে।
No comments