বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরে মোট ৩৯জনের করোনা ধরা পড়েছে। এরমধ্যে শুধু হলদিয়া পুরসভা এলাকাতেই ১১জন করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার ৮জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দু'দিনে ১৯জনের করোনা ধরা পড়ার পরও পুর কর্তৃপক্ষের কোনও হেলদোল…
বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরে মোট ৩৯জনের করোনা ধরা পড়েছে। এরমধ্যে শুধু হলদিয়া পুরসভা এলাকাতেই ১১জন করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার ৮জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দু'দিনে ১৯জনের করোনা ধরা পড়ার পরও পুর কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই। পুরসভা লাগোয়া গ্রামাঞ্চলে বাজারগুলি স্যানিটাইজ করা বা বন্ধের নোটিস দেওয়া হলেও পুর কর্তৃপক্ষের করোনা নিয়ে হুঁশ ফেরেনি। গতকাল হলদিয়ার সিটি সেন্টার এলাকায় ৫জন ট্রাক ড্রাইভারের করোনা ধরা পড়েছে। এদিকে ওই ট্রাক ড্রাইভারদের পুরো ঠিকানা না থাকায় সমস্যায় পড়েছে পুলিস প্রশাসন। এই মুহূর্তে হলদিয়া পুরসভার টাউনশিপ ও সংলগ্ন আবাসন এলাকার কয়েকটি ওয়ার্ড, সিটি সেন্টার সংলগ্ন ১৫ নম্বর ওয়ার্ড, দুর্গাচকের ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ড করোনা সংক্রমণের ক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক এলাকা। এই এলাকাগুলিতেই সংক্রমণের হার বেশি। হলদিয়া শহরে গোষ্ঠী সংক্রমণ হচ্ছে বলে অনেকে মনে করছেন। কারণ বাড়ির বাইরে বেরচ্ছেন না এমন অনেকেই আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে 'করোনায় আতঙ্কিত হবেন না' বলে বিষয়টি হালকাচালে পুরসভা দেখছে বলে অভিযোগ। এদিকে করোনায় নন্দীগ্রামের এক মহিলার মৃত্যু হল কলকাতায় মাঝেরহাটে বন্দরের হাসপাতালে। ওই মহিলার স্বামী বন্দরেরর অবসরপ্রাপ্ত কর্মী।
No comments